menu-iconlogo
huatong
huatong
avatar

PERA NAI CHILL

Shiekh Sadihuatong
Altafkhan_REDhuatong
بول
ریکارڈنگز
১ম= আমি প্রেমিক, আমি কবি

তুমি সিরিয়াস ভাবে দেখো সবই।

আমি গেম খেলে সারা রাত জাগী

তুমি পড়ুয়া মেয়ে, বেজায় রাগী।

আমি বিরিখোর,আমি আড্ডাবাজ,

পড়াশুনা শুধু তোমার কাজ।

তোমার প্রিয় বিড়াল ছানা,

আমার প্রিয় কুকুর,

তোমার প্রিয় পাহাড়ী ঝর্ণা

আমার প্রিয় পুকুর।

গোলাপ ফুলের জায়গায় আমি

দিলাম তোমায় জবা,

বলো তুমি এইবার কি

আমার প্রেমিকা হবা ? -

২+১= গোলাপ ফুলের জায়গায় আমি

দিলাম তোমায় জবা,

বলো তুমি এইবার কি

আমার প্রেমিকা হবা ?

২য়= আমি ফেল করেও বলি প্যারা নাই চিল,

তুমি হায়েস্ট পেয়েও কেঁদে মুখ করো নীল।

আমার বই খাতা সব ছিড়া-ফাঁড়া,

তোমার কলমটাও মলাট করা।

আমি বাড়ি ফিরি ম্যালা রাত করে,

তুমি রাতে ঘুমিয়ে উঠো ভোরে।

তোমার প্রিয় গরুর গোস্ত,

আমার প্রিয় চিকেন,

তোমার রুমে দুইটা এসি,

আমার রুমে ফ্যান।

গোলাপ ফুলের জায়গায় আমি

দিলাম তোমায় জবা,

বলো তুমি এইবার কি আমার প্রেমিকা হবা?

১+২= গোলাপ ফুলের জায়গায় আমি

দিলাম তোমায় জবা,

বলো তুমি এইবার কি আমার প্রেমিকা হবা?

১ম= তোমার গল্পে আমি ভিলেন

আমার তুমি রানী

যখন আমি প্রেমে সিরিয়াস

তোমার কাছে ফানি

তোমার গল্পে আমি ভিলেন

আমার তুমি রানী

যখন আমি প্রেমে সিরিয়েস

তোমার কাছে ফানি

২য়= গোলাপ ফুলের জায়গায় আমি

দিলাম তোমায় জবা,

বলো তুমি এইবার কি আমার প্রেমিকা হবা?

১+২] গোলাপ ফুলের জায়গায় আমি

দিলাম তোমায় জবা,

বলো তুমি এইবার কি আমার প্রেমিকা হবা

Shiekh Sadi کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے