menu-iconlogo
huatong
huatong
avatar

এত সুর আর এত গান Eto Sur Are Eto Gaan

Srikanto Acharyahuatong
ram_5530huatong
بول
ریکارڈنگز
মিল্পীঃ শ্রীকান্ত আচর্যা

মূলশিল্পীঃ সুবীর সেন

এত সুর আর এত গান

যদি কোনদিন থেমে যায়

সেইদিন তুমিও তো ওগো

জানি ভুলে যাবে যে আমায়

এত সুর আর এত গান...

Music

CFS

কতদিন আর এ জীবন

কত আর এ মধু লগন...

কতদিন আর এ জীবন

কত আর এ মধু লগন...

তবুও তো পেয়েছি তোমায়

তবুও তো পেয়েছি তোমায়

জানি ভুলে যাবে যে আমায়

এত সুর আর এত গান...

Music

CFS

আমি তো গেয়েছি সেই গান

যে গানে দিয়েছিলে প্রাণ...

আমি তো গেয়েছি সেই গান

যে গানে দিয়েছিলে প্রাণ...

ক্ষতি নেই আজ কিছু আর

ভুলেছি যত কিছু তার...

ক্ষতি নেই আজ কিছু আর

ভুলেছি যত কিছু তার...

এ জীবনে সবই যে হারায়

এ জীবনে সবই যে হারায়

জানি ভুলে যাবে যে আমায়

এত সুর আর এত গান

যদি কোনদিন থেমে যায়

সেইদিন তুমিও তো ওগো

জানি ভুলে যাবে যে আমায়

এত সুর আর এত গান...

সমাপ্ত

ধন্যবাদ সবাইকে

Srikanto Acharya کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے