শীতলও বাতাসে দেখেছি তোমায়
মেঘমিলনে চেয়ে রাগ করোনা
মন চায় তোমায় আজ রাতে
শীতলও বাতাসে দেখেছি তোমায়
মেঘমিলনে চেয়ে রাগ করোনা
মন চায় তোমায় আজ রাতে..
বৃষ্টিত থেমেছে অনেক আগে,
ভিজেছি আমি একাই
আসতো যদি নীল বিভিষীকা
খুঁজেও পেতে না আমায়
মেঘমিলনে চেয়ে রাগ করোনা
মন চায় তোমায় আজ রাতে রাতে রাতে
ঝুম ঝুম পাতালি হাওয়া সাথে
খুঁজেছি শুধুই তোমায়
পিছাতে পারেনি ঝড়ো হাওয়া
খুঁজেই নিয়েছি তোমায়
ভুলে গিয়েছি মন শত অভিমান
মন চায় তোমায় কাছে পেতে
শীতলও বাতাসে দেখেছি তোমায়
মেঘমিলনে চেয়ে রাগ করোনা
মন চায় তোমায় আজ রাতে রাতে রাতে