তুমি কেমনে এত নিঠুর হইলা
অন্তরও পোড়াইলা....
ভালোবাসার সব শিখাইয়া
না চাইলা..ফিরিয়া তুমি
কেমনে এত নিঠুর হইলা
অন্তরও পোড়াইলা...
ভালোবাসার সব শিখাইয়া
না চাইলা..ফিরিয়া তুমি
কেমনে এত নিঠুর..হইলা....
দুঃখ আমার ভালোবাসা
দুঃখ আমার জীবন
আমি দুঃখের মাঝে
সুখ খুঁজেছি..সারাটা জনম
দুঃখ আমার ভালোবাসা
দুঃখ আমার জীবন
আমি দুঃখের মাঝে
সুখ খুঁজেছি..সারাটা জনম
তুমি কাছে আইসা
দুঃখটারে বাড়াইয়া গেলা...
ভালোবাসার সব শিখাইয়া
না চাইলা ফিরিয়া তুমি
কেমনে এত নিঠুর..হইলা...
এই জনমে তোমার আমার
হইবো নারে মিলন
আমার বুকের ভিতর
আগুন জ্বলে..তুষেরই মতন
Music
এই জনমে তোমার আমার
হইবো নারে মিলন
আমার বুকের ভিতর
আগুন জ্বলে..তুষেরই মতন
আমি আরেক জনম
চাইবো শুধু তোমারও লাগিয়া
ভালোবাসার সব শিখাইয়া
না চাইলা..ফিরিয়া তুমি
কেমনে এত নিঠুর হইলা
অন্তরও পোড়াইলা...
ভালোবাসার সব শিখাইয়া
না চাইলা..ফিরিয়া তুমি
কেমনে এত নিঠুর..হইলা...
সমাপ্ত