menu-iconlogo
huatong
huatong
avatar

Din Ki Rate sajh provate দিন কি রাতে

Tapan Chowdhuryhuatong
marzach1huatong
بول
ریکارڈنگز
দিন কি রাতে

দিন কি রাতে সাঁঝ প্রভাতে

তোমারই আছি এই তো

তুমি ছাড়া আর জীবনে আমার

কিছুই চাওয়ার নেইতো

জীবন বলো........

জীবন বলো মরণ বলো

তুমি আমার সেই তো

দিন কি রাতে

দিন কি রাতে সাঁঝ প্রভাতে

তোমারই আছি এই তো

তুমি ছাড়া আর জীবনে আমার

কিছুই চাওয়ার নেইতো

জীবন বলো........

জীবন বলো মরণ বলো

তুমি আমার সেই তো

দিন কি রাতে সাঁঝ প্রভাতে

তোমারী আছি এই তো

তুমি ছাড়া আর জীবনে আমার

কিছুই চাওয়ার নেইতো

সামনে রেখেও,দু'চোখে দেখেও

এক পলকের আড়াল হলে

কাটে না যে ক্ষণ, কাটে না যে ক্ষণ

ও কাছে না এলে গো, বুকে না পেলে গো

হৃদয় আমার কেঁদে মরে

ভরে না তো মন,ভরে না তো মন

তোমারী মাঝে.....

তোমারই মাঝে হারিয়ে খুঁজি,নতুন আমাকেই তো

দিন কি রাতে সাঁঝ প্রভাতে

তোমারী আছি এই তো

তুমি ছাড়া আর জীবনে আমার

কিছুই চাওয়ার নেইতো

লজ্জা কিবা আর, তুমি তো আমার

বুকের ভিতর রাখা ও গো সুখের অলংকার

সুখের অলংকার

ও তোমাকে চেয়েছি, তোমাকে পেয়েছি

এর চেয়ে বড় আছে কি আর

আমার অহংকার,আমার অহংকার

সারাটি জীবন........

সারাটি জীবন কেটে যাবে,স্বপ্ন সাজাতেই তো

দিন কি রাতে

দিন কি রাতে সাঁঝ প্রভাতে

তোমারই আছি এই তো

তুমি ছাড়া আর জীবনে আমার

কিছুই চাওয়ার নেইতো

জীবন বলো........

জীবন বলো মরণ বলো তুমি আমার সেই তো

দিন কি রাতে

দিন কি রাতে সাঁঝ প্রভাতে

তোমারই আছি এই তো

তুমি ছাড়া আর জীবনে আমার

কিছুই চাওয়ার নেইতো

জীবন বলো.......

জীবন বলো মরণ বলো তুমি আমার সেই তো

দিন কি রাতে সাঁঝ প্রভাতে

তোমারী আছি এই তো

তুমি ছাড়া আর জীবনে আমার

কিছুই চাওয়ার নেইতো

Tapan Chowdhury کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے