মেয়ে: এত ভালবেসো না
আমায়.....
বিনিময়ে আমি
কি দেবো তোমায়
এ প্রেমের প্রতিদান
দেয়া যাবেনা
এ জীবন দিলেও
শোধ হবেনা
ছেলে: এত ভালবেসো না
আমায়......
বিনিময়ে আমি
কি দেবো তোমায়
এ প্রেমের প্রতিদান
দেয়া যাবেনা
এ জীবন দিলেও
শোধ হবেনা
ছেলে: এক চোখেতে স্বপ্ন
এক চোখেতে আশা
এক হৃদয়ে তোমায় চেয়েছি
মেয়ে: শূন্য আমার জীবন
পূর্ণ হলো তখন
যখনই তোমাকে পেয়েছি
ছেলে : আমাদের এই প্রেম
যেন কভূ না হারায়
মন শুধু এই'টুকু চায়
মেয়ে: হো এত ভালবেসো না
আমায়.....
বিনিময়ে আমি
কি দেবো তোমায়
দ্বৈত : এ প্রেমের প্রতিদান
দেয়া যাবেনা
এ জীবন দিলেও
শোধ হবেনা
মেয়ে:পৃথিবী তো একটাই
জন্ম তো হয় একবার
একবার প্রেম জীবনে
ছেলে:বন্ধু আমার একজন
তুমি সে প্রিয়জন
বাঁচব না তোমায় বিহনে
মেয়ে:সকালের সূর্য্য
হারায় যে সন্ধ্যায়
পারব না হারাতে তোমায়
ছেলে:এত ভালবেসো না
আমায়.....
বিনিময়ে আমি
কি দেবো তোমায়
এ প্রেমের প্রতিদান
দেয়া যাবেনা
এ জীবন দিলেও
শোধ হবেনা
মেয়ে:এত ভালবেসো না
আমায়......
বিনিময়ে আমি
কি দেবো তোমায়
এ প্রেমের প্রতিদান
দেয়া যাবেনা
এ জীবন দিলেও
শোধ হবেনা