পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়
ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়
তবু প্রেমেরতো শেষ হবে না
তবু প্রেমেরতো শেষ হবে না
পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়
ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়
তবু প্রেমেরতো শেষ হবে না
তবু প্রেমেরতো শেষ হবে না
মরণ নিয়ে তারাই ভাবে
যারা ভালোবাসিতে জানেনা
সোনার জাতি তারাই খোঁজে
যারা হৃদয়টাকে চেনেনা
ভালোবাসার অনুভবে
দুচোখভরা স্বপ্ন রবে
আরতো কিছুই চাইনা তবু প্রেমেরতো শেষ হবেনা
পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়
ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়
তবু প্রেমেরতো শেষ হবে না
তবু প্রেমেরতো শেষ হবে না
কুঁড়েঘরে চাঁদের আলো যদি ঝরে পড়েগো অঝরে
সোনার পালঙ্ক চাইনাআমি যদিরাখো জড়িয়ে আদরে
তাজমহলের শ্বেত পাথরে
নাইবা গেলাম খোদাই করে
দুটিনামের ঠিকানা তবু প্রেমেরতো শেষ হবেনা
পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়
ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়
তবু প্রেমেরতো শেষ হবে না
তবু প্রেমেরতো শেষ হবে না
পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়
ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়
তবু প্রেমেরতো শেষ হবে না
তবু প্রেমেরতো শেষ হবে না
লা লা লা লা লা লা………
হুম হুম হুম হুম হুম....
লা লা লা লা লা লা………
হুম হুম হুম হুম হুম....