menu-iconlogo
huatong
huatong
avatar

Kala Vromora

Tosiba Begum/saiful islamhuatong
soaringhawk59huatong
بول
ریکارڈنگز
-আরে, সাইফুল নি, ব্যাটা? তুই কক্সবাজার থিকা কিল্লা আইলি?

- নয়ন ভাই আঁরে কক্সবাজারের তি গান গাইবার লাই আইন্নালে

- তাইলে চল, ব্যাটা, ভাই-বোনে মিলিয়া তোর ভাষার গান গাই আজকে

- আইচ্ছা, আইয়ুন

- তাইলে গা, ব্যাটা, গা

ওরে কালা ভ্রমরা, আঁই আঁইজো ফুলোর করা

কলিত বই মুক্কান নও লাগাইয়ো

ইত্তার তুঁই আঁরে নও জ্বালাইয়ো, ভ্রমরা

ইত্তার তুঁই আঁরে নও জ্বালাইয়ো

ওরে কালা ভ্রমরা, আঁই আঁইজো ফুলোর করা

কলিত বই মুক্কান নও লাগাইয়ো

ইত্তার তুঁই আঁরে নও জ্বালাইয়ো, ভ্রমরা

ইত্তার তুঁই আঁরে নও জ্বালাইয়ো

ইত্তার তুঁই আঁরে নও জ্বালাইয়ো, ভ্রমরা

ইত্তার তুঁই আঁরে নও জ্বালাইয়ো

মুচ্ছি তো কাঁট্টোল নয় কোঁয়া নও বাঁধাইলে

দুধ তো দই নয় দুইয়ান দিন নও অঁইলে

মুচ্ছি তো কাঁট্টোল নয় কোঁয়া নও বাঁধাইলে

দুধ তো দই নয় দুইয়ান দিন নও অঁইলে

মিছা না তুঁই জানি লইয়ো

ইত্তার তুঁই আঁরে নও জ্বালাইয়ো, ভ্রমরা

ইত্তার তুঁই আঁরে নও জ্বালাইয়ো

ইত্তার তুঁই আঁরে নও জ্বালাইয়ো, ভ্রমরা

ইত্তার তুঁই আঁরে নও জ্বালাইয়ো

১২ বছর হইলে নারী হয় যুবতী

দেখিলে বন্ধুয়া কইত্তো চায় পিরিতি

১২ বছর হইলে নারী হয় যুবতী

দেখিলে বন্ধুয়া কইত্তো চায় পিরিতি

হে সময়ৎ আঁর খবর লইয়ো

ইত্তার তুঁই আঁরে নও জ্বালাইয়ো, ভ্রমরা

ইত্তার তুঁই আঁরে নও জ্বালাইয়ো

ইত্তার তুঁই আঁরে নও জ্বালাইয়ো, ভ্রমরা

ইত্তার তুঁই আঁরে নও জ্বালাইয়ো

সিরাজে কয়, ভ্রমরা, আরে নও গোইজ্জো ভুল

কলিতে মধু নাই যদি না ফোটে ফুল

সিরাজে কয়, ভ্রমরা, আরে নও গোইজ্জো ভুল

কলিতে মধু নাই যদি না ফোটে ফুল

দুধেতে মরিচ নও ফেলাইয়ো

ইত্তার তুঁই আঁরে নও জ্বালাইয়ো, ভ্রমরা

ইত্তার তুঁই আঁরে নও জ্বালাইয়ো

ইত্তার তুঁই আঁরে নও জ্বালাইয়ো, ভ্রমরা

ইত্তার তুঁই আঁরে নও জ্বালাইয়ো

ওরে কালা ভ্রমরা, আঁই আঁইজো ফুলোর করা

কলিত বই মুক্কান নও লাগাইয়ো

ইত্তার তুঁই আঁরে নও জ্বালাইয়ো, ভ্রমরা

ইত্তার তুঁই আঁরে নও জ্বালাইয়ো

ইত্তার তুঁই আঁরে নও জ্বালাইয়ো, ভ্রমরা

ইত্তার তুঁই আঁরে নও জ্বালাইয়ো

Tosiba Begum/saiful islam کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے