menu-iconlogo
huatong
huatong
avatar

Ki Maya Lagaila

Tosiba Begumhuatong
lindalove6huatong
بول
ریکارڈنگز
আমায় কী মায়া লাগাইলা, বন্ধু

কী মায়া লাগাইলা, বন্ধু

প্রাণে তো আর সহে না

তোমার প্রেমে হইসি দেওয়ানা, প্রাণবন্ধু রে

তোমার প্রেমে হইসি দেওয়ানা

আমায় কী মায়া লাগাইলা, বন্ধু

কী মায়া লাগাইলা, বন্ধু

প্রাণে তো আর সহে না

তোমার প্রেমে হইসি দেওয়ানা, প্রাণবন্ধু রে

তোমার প্রেমে হইসি দেওয়ানা

তোমার প্রেমে হইসি দেওয়ানা, প্রাণবন্ধু রে

তোমার প্রেমে হইসি দেওয়ানা

মনে তো মানে না আমার, মানে না রে হিয়া

কোথায় আছো, প্রাণের বন্ধু, আমারে ভুলিয়া?

মনে তো মানে না আমার, মানে না রে হিয়া

কোথায় আছো, প্রাণের বন্ধু, আমারে ভুলিয়া?

তোমায় ছাড়া ঘুম আসে না

তোমায় ছাড়া ঘুম আসে না, তুমি কি তা বোঝো না?

তোমার প্রেমে হইসি দেওয়ানা, প্রাণবন্ধু রে

তোমার প্রেমে হইসি দেওয়ানা

তোমার প্রেমে হইসি দেওয়ানা, প্রাণবন্ধু রে

তোমার প্রেমে হইসি দেওয়ানা

আইলে তোমায় করবো আদর পরান ভরিয়া

ফুলে ফুলে রাখবো আমি বাসর সাজাইয়া

আইলে তোমায় করবো আদর পরান ভরিয়া

ফুলে ফুলে রাখবো আমি বাসর সাজাইয়া

হৃদয়-মাঝে রাখবো তোমায়

হৃদয়-মাঝে রাখবো তোমায়, দেবো ১৬ আনা

তোমার প্রেমে হইসি দেওয়ানা, প্রাণবন্ধু রে

তোমার প্রেমে হইসি দেওয়ানা

তোমার প্রেমে হইসি দেওয়ানা, প্রাণবন্ধু রে

তোমার প্রেমে হইসি দেওয়ানা

কেমন করে থাকবো আমি তোমারে ছাড়িয়া

পথের দিকে চেয়ে থাকি তোমার লাগিয়া

কেমন করে থাকবো আমি তোমারে ছাড়িয়া

পথের দিকে চেয়ে থাকি তোমার লাগিয়া

তোমায় ছাড়া রাজু দেওয়ান

তোমায় ছাড়া রাজু দেওয়ান প্রাণে তো আর বাঁচবো না

তোমার প্রেমে হইসি দেওয়ানা, প্রাণবন্ধু রে

তোমার প্রেমে হইসি দেওয়ানা

তোমার প্রেমে হইসি দেওয়ানা, প্রাণবন্ধু রে

তোমার প্রেমে হইসি দেওয়ানা

Tosiba Begum کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے