menu-iconlogo
huatong
huatong
ujjaini-mukherjee-amaro-porano-jaha-chay-cover-image

Amaro Porano Jaha Chay

Ujjaini Mukherjeehuatong
ninamay1979huatong
بول
ریکارڈنگز
আমার পরান যাহা চায়

তুমি তাই, তুমি তাই গো

আমার পরান যাহা চায়

তোমা ছাড়া আর এ জগতে

মোর কেহ নাই, কিছু নাই গো

আমার পরান যাহা চায়

তুমি সুখ যদি নাহি পাও

যাও, সুখের সন্ধানে যাও

তুমি সুখ যদি নাহি পাও

যাও, সুখের সন্ধানে যাও

আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে

আর কিছু নাহি চাই গো

আমার পরান যাহা চায়

আমি তোমার বিরহে রহিব বিলীন

তোমাতে করিব বাস

দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস

যদি আর-কারে ভালোবাস

যদি আর ফিরে নাহি আস

যদি আর-কারে ভালোবাস

যদি আর ফিরে নাহি আস

তবে তুমি যাহা চাও, তাই যেন পাও

আমি যত দুখ পাই গো

আমার পরান যাহা চায়

তোমা ছাড়া আর এ জগতে

মোর কেহ নাই, কিছু নাই গো

আমার পরান যাহা চায়

Ujjaini Mukherjee کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے