menu-iconlogo
huatong
huatong
avatar

JAROAR JHUMKO THEKE BY UTTHAN GHATAK

UTTHAN GHATAK/ Manna Deyhuatong
🌺UTTHAN.GHATAK🌺huatong
بول
ریکارڈنگز
MUSIC TRACK BY UTHAN GHATAK

SURBAHAR LAHARI PARIBAAR

জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে.

খসে পড়েছে ।

আমি কুড়িয়ে নিয়েছি আমি

কুড়িয়ে নিয়েছি

যদি এই মুক্তোর আংটি পড়ি

এই মুক্তোর আংটি পড়ি

করবে তুমি কি...?

জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে

খসে পড়েছে...।

সকলেই দেখবে আমার অনামিকার

অপরূপ একটি মতির হাজার বাহার

সকলেই দেখবে আমার অনামিকার

অপরূপ একটি মতির হাজার বাহার

যদি কেউ

যদি কেউ প্রশ্ন করে... কোথায় পেলে

তখন... বলবো আমি কি ...?

জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে

খসে পড়েছে...।

জহুরী নাই বা হলো

অনেকেই চেনে জহর

তারা তো করবে আমার

আসলেই মতির কদর

কতোদিন বোবা সেজে মুখটি বুজে

থাকতে পারবো আমি জানি না যে

কতোদিন বোবা সেজে মুখটি বুজে

থাকতে পারবো আমি জানি না যে...

একদিন... একদিন... ফাঁস তো হবেই সবার কাছে

আমার আসল কথাটি...

জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে

খসে পড়েছে

UTTHAN GHATAK/ Manna Dey کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے