menu-iconlogo
huatong
huatong
abir-biswas-o-jibon-re-cover-image

O Jibon Re

Abir Biswashuatong
princess_slush68huatong
Lời Bài Hát
Bản Ghi
নতুন জামা, নতুন শাড়ি

বোঝাই করা কলসি-হাড়ি

আজও ভাসে দু'চোখের পাতায়

নতুন জামা, নতুন শাড়ি

বোঝাই করা কলসি-হাড়ি

আজও ভাসে দু'চোখের পাতায়

ও, দেখতে পাই না আজ আর সেসব

স্মৃতির পাতায় সবাই নীরব

খুঁজবো তাদের বল কোন ঠিকানায়

বাউল আজ আর ধরে না গান

চেনা বাঁশির সুরে

মায়ের কোলে ফেরে না আর

খোকা গেছে দূরে

জীবন রে

ও জীবন, ছাইড়া যাসনে মোরে

তুই, জীবন, ছাইড়া গেলে

মাইনষে কইবে মরা, জীবন রে

ও, মাইনষে কইবে মরা, জীবন রে

চোখে আমার ঘুম আসে না

রাতের কোলে চাঁদ হাসে না

দেখি না আর জোনাক ভরা রাত

ও, কোথায় রে তোর শীতল পাটি

একলা পড়ে খেলনা বাটি

খেলতে চেয়ে বাড়ায় না কেউ হাত

কেন শুধু পড়ে মনে

দুপুর হলে আম বাগানে

লুকোচুরি রোদের পাহারায়

ও, বড়শি ফেলি মনের ভেতর

খুঁজবো বলে তাদের আদর

যারা আমায় পিছু ডেকে যায়

মাঝি আজ আর বায় না দাঁড়

চেনা নদীর পথে

স্মৃতি ছাড়া কিছুই নেই

পড়ে আমার হাতে

জীবন রে

ও জীবন, ছাইড়া যাসনে মোরে

তুই, জীবন, ছাইড়া গেলে

মাইনষে কইবে মরা, জীবন রে

ও জীবন রে

জীবন, ছাইড়া যাসনে মোরে

তুই, জীবন, ছাইড়া গেলে

মাইনষে কইবে মরা, জীবন রে

তুই, জীবন, ছাইড়া গেলে

মাইনষে কইবে মরা, জীবন রে

ও, মাইনষে কইবে মরা, জীবন রে

মাইনষে কইবে মরা, জীবন রে

Nhiều Hơn Từ Abir Biswas

Xem tất cảlogo

Bạn Có Thể Thích