menu-iconlogo
huatong
huatong
avatar

Ei Mayabi Chander Raate (From "Baba Baby O") - Reprise

Chamok Hasan/Ikkshita Mukherjee/Hemlata Chakrabortyhuatong
s_banvillehuatong
Lời Bài Hát
Bản Ghi
এই মায়াবী চাঁদের রাতে

রেখে হাত তোমার হাতে

মনের এক গোপন কথা

তোমায় বলতে চাই

শুনতে চাই

কিন্তু তার পরে আর গানের কথা মনে নাই

হায়, হায়, তার পরে আর গানের কথা মনে নাই

এই মায়াবী চাঁদের রাতে

রেখে হাত তোমার হাতে

মনের এক গোপন কথা

তোমায় বলতে চাই

শুনতে চাই

কিন্তু তার পরে আর গানের কথা মনে নাই

হায়, হায়, তার পরে আর গানের কথা মনে নাই

কিন্তু...

বলেছিলে আমার জন্য লিখবে এমন গান

হবে এক মিষ্টি-মধুর প্রেমের উপাখ্যান

বলেছিলে আমার জন্য লিখবে এমন গান

হবে এক মিষ্টি-মধুর প্রেমের উপাখ্যান

শোনো প্রিয়, শোনো দিয়ে মন

সেই গানই গাইছি এখন

শোনো প্রিয়, শোনো দিয়ে মন

সেই গানই গাইছি এখন

এখনই গানের ভাষায় স্বপ্ন আশা

তোমায় শোনাতে চাই

বলো, শুনতে চাই

কিন্তু তার পরে আর গানের কথা মনে নাই

হায়, হায়, তারপরে আর গানের কথা মনে নাই

এই যে এই গানটা

তার যে শেষ para-টা

এই যে এই গানটা

তার শেষ অন্তরাটা

কত-রঙা স্বপ্ন কথায়

সাজানো ছিল যে সেটা

ছিল? কোথায় গেল?

কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়

সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়

বাব্বাহ!

কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়

সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়

তারপর?

সেই কুঠিটা এতই গহীন, পাচ্ছি না খুঁজে হায়!

হায়, হায়, হায়!

তার পরে আর গানের কথা মনে নাই

হায়, হায়, তার পরে আর গানের কথা মনে নাই

এই মায়াবী চাঁদের রাতে

রেখে হাত তোমার হাতে

মনের এক গোপন কথা

তোমায় বলতে চাই

বলো, শুনতে চাই

তার পরে গানের কথা মনে নাই

হায়, হায়, তার পরে আর গানের কথা মনে নাই

নাই নাই তার পরে আর গানের কথা

দরকার নাই

Nhiều Hơn Từ Chamok Hasan/Ikkshita Mukherjee/Hemlata Chakraborty

Xem tất cảlogo

Bạn Có Thể Thích