menu-iconlogo
logo

Amar Aynate

logo
Lời Bài Hát
M:হয়তো একটু এলোমেলো আমি

F:হয়তো আমারও মাথার নেই ঠিক

M:হয়তো রোজ একই ভুল করে যাই

F:সোজা কাজটাও করি এদিক-সেদিক

M:তবু ভুল করে রাগ করি, ভুল করে হাসি

F:শত ভুল ভুলে তোমাতেই ফিরে আসি

M:তোমার কাছেই আমি সবচে’ আয়েশী

F+M:একসাথে আমাদের বড় ভালোবাসি

আমি তোমাকে আমার আয়নাতে অনন্তকাল দেখতে চাই

তোমার আরও অনেক গল্পের অংশ হয়ে থাকতে চাই

রোজ সকালে তোমার দুচোখে খুশির ছোঁয়া মাখতে চাই

ভালবাসার বর্ণমালায় আরও অনেক গান লিখতে চাই

M:রা রা রা...F:হুম হুম

M:রা রা রা...F:হুম হুম

M:রা রা রা...F:হুম হুম

M:আমাদের এই উল্টোপাল্টা সংসারে,

F:অবাক হবে সবাই, কী করে জীবন চলে!

M:জীবনের জটিলতম ধাঁধার টুকরোগুলো

F+M:কী করে মিলিয়ে ফেলি দুজনে খেলার ছলে

দুজনে দুজনাকে আঁকড়ে ধরে

ঝড়গুলো পেরিয়ে যাই আলতো করে

M:তাই হঠাৎ দুরত্ব এলে, লাগে বড়ো অসহায়

ক্লান্তশ্রান্ত মন সারাক্ষণ খুঁজে ফেরে তোমায়

F+M:আমি তোমাকে আমার আয়নাতে অনন্তকাল দেখতে চাই

তোমার আরও অনেক গল্পের অংশ হয়ে থাকতে চাই

রোজ সকালে তোমার দুচোখে খুশির ছোঁয়া মাখতে চাই

ভালবাসার বর্ণমালায় আরও অনেক গান লিখতে চাই

আমি তোমাকে আমার আয়নাতে অনন্তকাল দেখতে চাই

তোমার আরও অনেক গল্পের অংশ হয়ে থাকতে চাই

রোজ সকালে তোমার দুচোখে খুশির ছোঁয়া মাখতে চাই

ভালবাসার বর্ণমালায় আরও অনেক গান লিখতে চাই।

Thanks

Badal-RBF