**কথা - নীলকমল রায়**
**শিল্পী - গোষ্ঠ গোপাল দাস**
**সুর - নীলকমল রায়**
দম ফুরালে যাব মিশে
পৃথিবীরই ধূলিতে
বলবে না কেউ আয় রে গোপাল
বলবে না কেউ আয় রে গোপাল
বোস না আমার কোলেতে
পৃথিবীরই ধূলিতে
দম ফুরালে যাব মিশে
পৃথিবীরই ধূলিতে
UPLOADED BY SURAJIT PAUL
FOLLOW ME @ Singer_Surajit
বলবে গো কেউ বেহুঁশ ছিল
স্বভাব ভালো না
কত লোকে বললো পাগল
মরেও মরে না
তবু ছিলাম বেঁচে বন্ধু আমার
ছিলাম বেঁচে বন্ধু আমার
উপরয়ালার দয়াতে আমি
উপরয়ালার দয়াতে
বলবে না কেউ আয় রে গোপাল
বলবে না কেউ আয় রে গোপাল
বোস না আমার কোলেতে
পৃথিবীরই ধূলিতে
UPLOADED BY SURAJIT PAUL
FOLLOW ME @ Singer_Surajit
আসবে কত সুজন আমার
মরণ সমাধিতে
কাঁদবে লোকে অঝোর ধারায়
হাঁসবে গো কেউ খুশিতে
বলবে গো কেউ শিল্পী ছিল
গাইতো ভালো গান
গান শুনিলে জুড়াইত
ব্যথা ভরা প্রাণ
আবার বলবে গো কেউ কথা দিয়ে
বলবে গো কেউ কথা দিয়ে
আসেনি আসরেতে
ব্যাটায় আসেনি আসরেতে
শিল্পী যে হয় দোষে গুণে
পারিনি তা জানাতে আমি
পারিনি তা বোঝাতে
দম ফুরালে যাব মিশে
পৃথিবীরই ধূলিতে
বলবে না কেউ আয় রে গোপাল
বলবে না কেউ আয় রে গোপাল
বোস না আমার কোলেতে
পৃথিবীরই ধূলিতে
পৃথিবীরই ধূলিতে