menu-iconlogo
huatong
huatong
avatar

CD CHOICE HITS MASHUP

Hasan S.Iqbal/Dristy Anamhuatong
muthaigahuatong
Lời Bài Hát
Bản Ghi

follow me

আমার সকল অভিযোগে তুমি

তোমার মিস্টি হাসিটা কি আমি

আমার না বলা কথার বাজে

তোমার গানের কত সুর ভাসে

ভুলিনি তো আমি, তোমার মুখের হাসি

আমার গাওয়া গানে,তোমাকে ভালবাসি

আসো আবারো কাছে,হাতটা ধরে পাশে

তোমায় নিয়ে যাবো, আমার পৃথিবীতে

আজ তোমায় আমি এনে দেব জোছনা...

তুমি কাছে এসে, আমার পাশে বসোনা

প্রেমের দরজা খোলনা.....

ভালো বাসি বলনা........

তুমি, দুরে দুরে আর থেকো না...

এ চোখে,চেয়ে..দেখোনা. আ আ

মন কারিগর,, চলো বাধিঘর

জীবন, যেখানে মানায়...

মন কারিগর,, চলো বাধিঘর..

নতুন এক স্বপ্ন ডানায়...

মন কারিগর,, চলো বাধিঘর..

জীবন, যেখানে মানায়...

মন কারিগর,, চলো বাধিঘর..

নতুন এক স্বপ্ন ডানায়...

বন্ধু মন ভুইলা,বন্ধু, মন ভুইলা

আমার বাড়িতে বেরাইয়া যাইয়ো

পিড়িতে বসিয়ে দেখো,

মনেতে মন দিও,হ .বন্ধু.

মন ভুইলা,বন্ধু, মন ভুইলা

আমার বাড়িতে বেরাইয়া যাইয়ো

পিড়িতে বসিয়ে দেখো,

মনেতে মন দিও,হো

হো...ও ...ও ..ও

হো...ও ...ও ..ও..ও

হো...ও ...ও ..ও... ও

হো...ও ...ও ..ও.. ও

tn for support me

Nhiều Hơn Từ Hasan S.Iqbal/Dristy Anam

Xem tất cảlogo

Bạn Có Thể Thích