menu-iconlogo
logo

যে প্রেম স্বর্গ থেকে এসে

logo
Lời Bài Hát
গান যে প্রেম স্বর্গ থেকে

শিল্পী খালিদ হাসান মিলু ও কনকচাঁপা

যে প্রেম স্বর্গ থেকে এসে

জীবনে অমর হয়ে রয়

যে প্রেম স্বর্গ থেকে এসে

জীবনে অমর হয়ে রয়

সেই প্রেম আমাকে দিও, জেনে নিও,

তুমি আমার, তুমি আমার প্রানের চেয়ে প্রিয়

তুমি আমার প্রানের চেয়ে প্রিয়।

তুমি আর আমি আর কেউ নই

এমন একটা যদি পৃথিবী হয়,

মিলনের সুখে ভরে যায় বুক

যেখানে আছে শুধু সুখ আর সুখ

সেই সুখ আমাকে দিও, জেনে নিও,

তুমি আমার, তুমি আমার প্রানের চেয়ে প্রিয়

তুমি আমার প্রানের চেয়ে প্রিয়।

চাইনা কিছুই তো জীবনে আর

তোমার মুখটা যদি দেখি একবার

এজীবন গড়েছ কত যে মধুর

হৃদয়ে কত গান কত যে সুর

সেই সুর আমাকে দিও, জেনে নিও,

তুমি আমার, তুমি আমার প্রানের চেয়ে প্রিয়

তুমি আমার প্রানের চেয়ে প্রিয়।

যে প্রেম স্বর্গ থেকে এসে của Khalid Hasan Milu/Kanak Chapa - Lời bài hát & Các bản Cover