menu-iconlogo
logo

যে প্রেম স্বর্গ থেকে এসে je prem sorgo theke ese

logo
Lời Bài Hát
যে প্রেম স্বর্গ থেকে এসে

জীবনে অমর হয়ে রয়

যে প্রেম স্বর্গ থেকে এসে

জীবনে অমর হয়ে রয়

সেই প্রেম আমাকে দিও জেনে নিও

তুমি আমার তুমি আমার

প্রানের চেয়ে প্রিয়

তুমি আমার প্রানের চেয়ে প্রিয়

তুমি আর আমি, আর কেউ নয়

এমন একটা যদি পৃথিবী হয়

.....................

মিলনের সুখে ভরে যায় বুক

যেখানে আছে শুধু সুখ আর সুখ

সেই সুখ আমাকে দিও

জেনে নিও তুমি আমার

তুমি আমার প্রানের চেয়ে প্রিয়

তুমি আমার প্রানের চেয়ে প্রিয়

চাইনা কিছুইতো জীবনে আর

তোমার মুখটা যদি দেখি একবার

এ জীবন করেছ কত যে মধুর

হৃদয়ে কত গান কত যে সুর

সেই সুর আমাকে দিও

জেনে নিও তুমি আমার

তুমি আমার প্রানের চেয়ে প্রিয়

তুমি আমার প্রানের চেয়ে প্রিয়