menu-iconlogo
huatong
huatong
avatar

Ek Bindu Valobasha Dao

Konok Chapa/Andrew Kishorehuatong
sdarkchlatehuatong
Lời Bài Hát
Bản Ghi

এক বিন্দু ভালবাসা দাও

আমি এক সিন্দু হৃদয় দেব

এক বিন্দু ভালবাসা দাও

আমি এক সিন্দু হৃদয় দেব

মনে প্রাণে আছো তুমি

চির দিনি আমি তোমার হব

এক বিন্দু ভালবাসা দাও

আমি এক সিন্দু হৃদয় দেব

মনে প্রাণে আছো তুমি

চির দিনি আমি তোমার হব

এক বিন্দু ভালবাসা দাও

আমি এক সিন্দু হৃদয় দেব

if u like this song plz like

চেয়ে চেয়ে থাকি

তোমায় শুধু দেখি

কি আছে তোমার মাঝে

বলো কি আছে তোমার মাঝে

কাছে যদি ডাকো

পাশে যদি রাখো

কিছু আমি চাইনা যে

আর কিছু আমি চাইনা যে

এক নিঃশাসে এক বিশাসে

এক নিঃশাসে এক বিশাসে

তোমার প্রেমে আমি বেচে রবো

এক বিন্দু ভালবাসা দাও

আমি এক সিন্দু হৃদয় দেব

যত বারি ভাবি

ভাসে তোমার ছবি

পারিনা মুছে দিতে

আমি পারিনা মুছে দিতে

কি যে হবে ক্ষতি

কর যদি সাথী

জীবন ও চলার পথে

তোমার জীবন ও চলার পথে

এক অন্তরে এক বন্ধুরে

এক অন্তরে এক বন্ধুরে

আপন করে আমি বেধে নেবো

এক বিন্দু ভালবাসা দাও

আমি এক সিন্দু হৃদয় দেব

এক বিন্দু ভালবাসা দাও

আমি এক সিন্দু হৃদয় দেব

মনে প্রাণে আছো তুমি

চির দিনি আমি তোমার হব

এক বিন্দু ভালবাসা দাও

আমি এক সিন্দু হৃদয় দেব

follow ne t new song

Nhiều Hơn Từ Konok Chapa/Andrew Kishore

Xem tất cảlogo

Bạn Có Thể Thích