menu-iconlogo
logo

Tore Putuler Moto Kore Sajiye

logo
avatar
Kumar Bishwajitlogo
shydurrahman-🎷🎷ABS🎸🎸logo
Vào Ứng Dụng Để Hát
Lời Bài Hát
তোরে পুতুলের মত করে সাজিয়ে

হৃদয়ের কোঠরে রাখব

আর হৃদয়ের চোখ মেলে তাঁকিয়ে

সারাটি জীবন ভরে দেখব

আমি নেই নেই নেইরে

আমি নেই নেই নেইরে

যেন তোরেই মাঝে হারিয়ে গেছি

তোরে পুতুলের মত করে সাজিয়ে

হৃদয়ের কোঠরে রাখব

আর হৃদয়ের চোখ মেলে তাঁকিয়ে

সারাটি জীবন ভরে দেখব

This Song Arranged By Shydur Rahman

তোর রিণিঝিণি কাঁকণের ছন্দ

র্নিঘুম স্বপ্নে বাজেরে

আর নন্দিত বাধনের শিহরণ

দু’চোখের জানালায় জাগেরে

তোরে রংধনুর সাত রঙে রাঙিয়ে

ফুলদানি সাজিয়ে রাখব

আর কপালেতে নীল টিপ পরিয়ে

প্রেমেরই আল্পনা আকব

আমি নেই নেই নেইরে

আমি নেই নেই নেইরে

যেন তোরেই মাঝে হারিয়ে গেছি

This Song Arranged By Shydur Rahman

তোর ভাবনার করিডোরে সারা দিন

হেঁটে হেঁটে যেন আমি মরেছি

আর স্বপ্নেতে জেগে জেগে পাহারায়

অধরেতে ঠাঁই করে নিয়েছি

তোরে বুকেরই কারাগারে চিরদিন

বন্দী করেই আমি রাখব

আর শূন্য জীবনে আমারি

অনিমেষে জড়িয়ে যে রাখব

আমি নেই নেই নেইরে

আমি নেই নেই নেইরে

যেন তোরেই মাঝে হারিয়ে গেছি

This Song Arranged By Shydur Rahman

তোরে পুতুলের মত করে সাজিয়ে

হৃদয়ের কোঠরে রাখব

আর হৃদয়ের চোখ মেলে তাঁকিয়ে

সারাটি জীবন ভরে দেখব

আমি নেই নেই নেইরে

আমি নেই নেই নেইরে

আমি নেই নেই নেইরে

This Song Arranged By Shydur Rahman

Tore Putuler Moto Kore Sajiye của Kumar Bishwajit - Lời bài hát & Các bản Cover