menu-iconlogo
huatong
huatong
mohonraju-mondol-ajke-morle-kalke-dudin-cover-image

আজকে মরলে কালকে দুইদিন Ajke Morle Kalke Dudin

Mohon/Raju Mondolhuatong
★𝑴𝑶𝑯𝑶𝑵ܔ🌎𝑾.𝑶𝒇.𝑴🎸huatong
Lời Bài Hát
Bản Ghi
১) আজকে মরলে কালকে দুইদিন

পরের দিন কেউ কাঁদবেনা,

যাদের জন্য করলা কামাই

মরলে তারা চিনবে না

২) আজকে মরলে কালকে দুইদিন

পরের দিন কেউ কাঁদবেনা,

যাদের জন্য করলা কামাই

মরলে তারা চিনবে না

১) থাকতে সময় করো আমল

ঈমান করো খাঁটি

শেষ ঠিকানা তোমার আমার

সাড়ে তিন হাত মাটি।

২) শেষ ঠিকানা তোমার আমার

সাড়ে তিন হাত মাটি।

শিল্পী : রাজু মন্ডল

*আপলোড বাই মোহন*

১) কত কষ্ট করে তুমি

গড়লা সাধের বাড়ি

সেই বাড়িতে ঠাঁই হবেনা

যাইতে হবে ছাড়ি

২) কত কষ্ট করে তুমি

গড়লা সাধের বাড়ি

সেই বাড়িতে ঠাঁই হবেনা

যাইতে হবে ছাড়ি

১) মোহ মায়ার টানে তুমি

রবের বিধান ভুইলোনা

পাপ পুণ্যের হিসাব নিবেন

একদিন মালিক রব্বানা।।

২) থাকতে সময় করো আমল

ঈমান করো খাঁটি ।

শেষ ঠিকানা তোমার আমার

সাড়ে তিন হাত মাটি

১) শেষ ঠিকানা তোমার আমার

সাড়ে তিন হাত মাটি।

চয়েজ বাই আনিতা

...আপলোড বাই মোহন...

২) আঁধার ঘরে থাকবে পড়ে

ছাইড়া তুমি সব.....

কেউ রবেনা সংগে তোমার

থাকবেন সেদিন রব।

১) আঁধার ঘরে থাকবে পড়ে

ছাইড়া তুমি সব.....

কেউ রবেনা সংগে তোমার

থাকবেন সেদিন রব।

২) মিছে মায়ার এই দুনিয়া

ক্ষণিকেরই ঠিকানা,

ধনি-গরীব নেই ভেদাভেদ

মাটির হবে বিছানা।

১) থাকতে সময় করো আমল

ঈমান করো খাঁটি ।

শেষ ঠিকানা তোমার আমার

সাড়ে তিন হাত মাটি

২) শেষ ঠিকানা তোমার আমার

সাড়ে তিন হাত মাটি।

১) আজকে মরলে কালকে দুইদিন

পরের দিন কেউ কাঁদবেনা,

যাদের জন্য করলা কামাই

মরলে তারা চিনবে না

২) আজকে মরলে কালকে দুইদিন

পরের দিন কেউ কাঁদবেনা,

যাদের জন্য করলা কামাই

মরলে তারা চিনবে না

১) থাকতে সময় করো আমল

ঈমান করো খাঁটি

শেষ ঠিকানা তোমার আমার

সাড়ে তিন হাত মাটি।

২) শেষ ঠিকানা তোমার আমার

সাড়ে তিন হাত মাটি।

Nhiều Hơn Từ Mohon/Raju Mondol

Xem tất cảlogo

Bạn Có Thể Thích