menu-iconlogo
huatong
huatong
avatar

HD এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, Ai Sundor sornali sonday

Mohonhuatong
★𝙈𝙊𝙃𝙊𝙉★—͟͟͞͞𖣘𝘽𝙊𝙎𝙎࿐huatong
Lời Bài Hát
Bản Ghi
MOHON ID>13307268503

===Voice of BOSS===

(1)এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়

একি বন্ধনে জড়ালে গো বন্ধু।।

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়

একি বন্ধনে জড়ালে গো বন্ধু।।

কোন রক্তিম পলাশের স্বপ্ন

মোর অন্তরে ছড়ালে গো বন্ধু।।

(2) এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়

একি বন্ধনে জড়ালে গো বন্ধু।।

MOHON ID>13307268503

===Voice of BOSS===

(2) আমলকি পেয়ালের কুঞ্জে,

কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে

....wait...

আমলকি পেয়ালের কুঞ্জে,

কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে

বুঝি সেই সুরে

আমারে ভরালে গো, বন্ধু~

(1)এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়

একি বন্ধনে জড়ালে গো বন্ধু

MOHON ID>13307268503

===Voice of BOSS===

(1) বাতাসের কথা সে তো কথা নয়

রূপ কথা ঝরে তার বাঁশিতে

আমাদেরও মুখে কোন কথা নেই

শুধু, দুটি আঁখি ভরে রাখে হাসিতে

বাতাসের কথা সে তো কথা নয়

রূপ কথা ঝরে তার বাঁশিতে

আমাদেরও মুখে কোন কথা নেই

শুধু ,দুটি আঁখি ভরে রাখে হাসিতে।।

(2) কিছু পরে দূরে তারা জ্বলবে

হয়তো তখন তুমি বলবে।

...wait...

কিছু পরে দূরে তারা জ্বলবে

হয়তো তখন তুমি বলবে।

জানি মালা কেন গলে

পরালে গো, বন্ধু।।

(1)এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়

একি বন্ধনে জড়ালে গো বন্ধু।।

কোন রক্তিম পলাশের স্বপ্ন

মোর অন্তরে ছড়ালে গো বন্ধু।।

(1+2)এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়

একি বন্ধনে জড়ালে গো বন্ধু।।

===Thank you===

Nhiều Hơn Từ Mohon

Xem tất cảlogo

Bạn Có Thể Thích