menu-iconlogo
huatong
huatong
avatar

Ki Rup o dekhilam

Monir Khanhuatong
raalexiehuatong
Lời Bài Hát
Bản Ghi
This Track Arrange By

SHAKIB BSV

কি রুপ ও দেখিলাম আমি

হারমানে হুড়পরী

একবার ফিরা চাও গো কন্ন্যা

দেখি নয়ন ভড়ি রে

কি রুপ ও দেখিলাম আমি রে...

ওমন কইড়া আর কইও না

যাবো লাজে মরি

পাড়ার লোকে দেখলে পরে

কলঙ্ক রটাইবো রে..

পথ ছারো ভিন দেশি নাগর হে

দাও যদি পরিচয় কন্ন্যা

পথ ছাড়িতে পারি

কি নাম তোমার কে বা পিতা

কোথায় তোমার বাড়ি রে

কি রুপ ও দেখিলাম আমি রে

আমি তো গোলামের মাইয়া

নাম হইলো গোলাপ জান

তুমি তো হাই ধনির দুলাল

তফাত জমিন আসমান রে

পথ ছারো ভিনদেশি নাগর হে

ছাড়বো রাজ্যা রাজশিংহাশন

পাইলে মন তেমারি

জীবন দিয়া করবো প্রমান

নিছো এমন কারি রে

কি রুপও দেখিলাম আমি রে

গরিব ধনির খেলার পুতুল

জানি আমি জানি

ফুলের পাপরি ঝইরা গেলে

যাইবা পথে ফেলি রে

পথ ছারো ভিনদেশি নাগর হে

Nhiều Hơn Từ Monir Khan

Xem tất cảlogo

Bạn Có Thể Thích