menu-iconlogo
huatong
huatong
porshishafiq-tuhin-prothom-shurjodoy-cover-image

Prothom Shurjodoy

Porshi/Shafiq Tuhinhuatong
yalodnavhuatong
Lời Bài Hát
Bản Ghi
একলা একা বসে আছি

কখন যে আসবে তুমি

ভাবনার দোলনাতে, সারাক্ষণ ভাসছি আমি

একলা একা বসে আছি

কখন যে আসবে তুমি

ভাবনার দোলনাতে, সারাক্ষণ ভাসছি আমি

জানে প্রান জানে,

মন জানে এই হৃদয়

তুমিই আমার প্রথম, প্রেমের প্রথম সূর্যোদয়

তুমিই আমার প্রথম, প্রেমের প্রথম সূর্যোদয়

যখনই কাছে এসে,

ছড়াও সুখের আলো

অধরা এই পৃথিবী,

লাগে ভীষণ ভালো

যখনই কাছে এসে,

ছড়াও সুখের আলো

অধরা এই পৃথিবী,

লাগে ভীষণ ভালো

তোমারই ছোঁয়া যেন, স্বর্গ মধূময়

তুমিই আমার প্রথম, প্রেমের প্রথম সূর্যোদয়

তুমিই আমার প্রথম, প্রেমের প্রথম সূর্যোদয়

তোমারই চোখের নীলে, আমায় স্বপ্নে সাজাও

এই জীবন থেমে যাবে, কখনও যদি হারাও

তোমারই চোখের নীলে, আমায় স্বপ্নে সাজাও

এই জীবন থেমে যাবে, কখনও যদি হারাও

তোমারই জন্য আমার, বাঁচার অনুনয়

তুমিই আমার প্রথম, প্রেমের প্রথম সূর্যোদয়

তুমিই আমার প্রথম, প্রেমের প্রথম সূর্যোদয়

Nhiều Hơn Từ Porshi/Shafiq Tuhin

Xem tất cảlogo

Bạn Có Thể Thích