menu-iconlogo
huatong
huatong
avatar

Asukhi Jhar

Rupam Islam/Bumpÿhuatong
ntvygshuatong
Lời Bài Hát
Bản Ghi
এক অসুখী ঝড়ের মতো সে

ওই কালো মেঘ জমা আকাশে

জানি বারবার বাঁধাতে আসে

মৌন হোক বিপ্লব

তারপর এক দিন সন্ধ্যায়

তার অনাবিল সুরের ভাষায়

আমি অশান্ত কোনো চিন্তায়

খুঁজে পাই সব

তাকে খুঁজে পাই পাগলামিতে

আমি মিশে যাই ফের আমিতে

করি টেলিফোন খবর নিতে

জীবন কেমন

আমি জানি তার মন ভালো নেই

আমি জানি সে জীবনে আলো নেই

আর আসলে সে সুরে তালও নেই

আমারই মতন

যদি তাকে আজ কাছে পেতে চাই

আমি যদি তার সামনে দাঁড়াই

আমি জানি তার চোখের চাওয়াই

হতে পারে ফলাফল

তবু সে তো হৃদয়ের নাগরিক

জানি হবো তার রক্তের শরিক

তাই আণবিক পারমাণবিক

সব স্বপ্ন সফল

তাকে খুঁজে পাই পাগলামিতে

আমি মিশে যাই ফের আমিতে

করি টেলিফোনে খবর নিতে

জীবন কেমন

আমি জানি তার মন ভালো নেই

আমি জানি সে জীবনে আলো নেই

আর আসলে সে সুরে তালও নেই

আমারই মতো

Nhiều Hơn Từ Rupam Islam/Bumpÿ

Xem tất cảlogo

Bạn Có Thể Thích