menu-iconlogo
huatong
huatong
rupam-islam-neel-rong-chilo-bhison-priyo-cover-image

Neel rong chilo bhison priyo

Rupam Islamhuatong
shal.mcauleyhuatong
Lời Bài Hát
Bản Ghi
লা লা লা.....লা লা লা লা লা

লালা লালালা লা লা লা লা লা

লালালা লারা লা লারা লা লারা লা

সেদিনও ছিল দুপুর এমন

ঝকঝকে রোদ, অস্থির মন

আর ঘড়ি কাঁটায় তখন প্রশ্রয়

সেদিনের মত কলেজের ক্লাস

শেষ হয়ে গেছে অবকাশ

পাওয়া গেছে ফের দেখার আকাশ,নীলচে সময়..

নীল রঙ ছিল ভীষণ প্রিয়

তাই সব কিছু নীলিয়ে দিল

মনে পড়ে কি সেদিন,বলেছিলাম তোমায়?

আজ নীল রং এ মিশে গেছে লাল..

আজ রং চিনে নেবার আকাল..

নীল বাতাসেও বে নীল ভেজাল,ভেসে বেড়ায়.

আহা হা হা ...যেতে দাও সে দিনের মত

আহা হা হা ...পেতে দাও সে দিনের ক্ষত

আহা হা হা ...নীল শরীরে তোমায় ছোঁব

আহা হা হা ...নীল সাগরে ভাসিয়ে দেব

আহা হা হা ...যেখানে সব বেড়া ভেঙে যায়

আহা হা হা ...সেই দূর পাহাড়ের নীলিমায়

শুনি আজো সেই দূরের তলব

বন্ধ ঘরের সেই পথের ঝলক

পথের সীমায় পাথর ফলক.....

দেয় ডাক...........

শুনি আজো সেই দুরের তলব

বন্ধ ঘরের সেই পথের ঝলক

পথের সীমায় পাথর ফলক......দেয় ডাক.....

ঝকঝকে রোদে কংক্রিট ভীড়

করে আসে ছায়া দেয় বাঁধে নীড়

অস্থির মন অজান্তে স্থির,বলে আজ থাক.

নীল রঙ ছিল ভীষণ প্রিয়

তাই সব কিছু নীলিয়ে দিল

মনে পড়ে কি সেদিন,বলেছিলাম তোমায়?

আজ নীল রং এ মিশে গেছে লাল

আজ রং চিনে নেবার আকাল

নীল বাতাসেও বে নীল ভেজাল, ভেসে বেড়ায়..

আহা হা হা ...যেতে দাও সে দিনের মত

আহা হা হা ...পেতে দাও সে দিনের ক্ষত

আহা হা হা ...নীল শরীরে তোমায় ছোঁব

আহা হা হা ...নীল সাগরে ভাসিয়ে দেব

আহা হা হা ...যেখানে সব বেড়া ভেঙে যায়

আহা হা হা ...সেই দূর পাহাড়ের নীলিমায়

সেদিনও ছিল দুপুর এমন

ঝকঝকে রোদ, অস্থির মন

আর ঘড়ি কাঁটায় তখন..প্রশ্রয়..

নানানা না না না.. নানা না না না না না..

না.নানা না না না না.নানা..

নানানা না না না.. নানা না না না না না..

না.নানা না না না না.নানা..

Nhiều Hơn Từ Rupam Islam

Xem tất cảlogo

Bạn Có Thể Thích