menu-iconlogo
logo

Ei Srabon

logo
Lời Bài Hát
আমি কাঁটাতারে শুঁকি

এই কুয়াশাতে উঁকি দিয়ে রাজী মিথ্যে নিতে

আসলে সত্যি বলে সত্যি কিছু নেই

এই শ্রাবণ ধুয়ে ফেলুক এই রাস্তা ধুলো

এই শ্রাবণ ভিজিয়ে দিক দীর্ঘ ছায়া গুলো

এই শ্রাবণ ধুয়ে ফেলুক এই রাস্তা ধুলো

এই শ্রাবণ ভিজিয়ে দিক দীর্ঘ ছায়া গুলো

এই শ্রাবণ নেবাক আগুন এই ফুটফাটের রাত

এই শ্রাবণ মনে পড়াক পুরনো আঘাত

জল জমেছে বুকের ভেতর রোদের অভাবে

সময় এলে পড়বে ছুঁয়ে নিজের স্বভাবে

আমি কাঁটাতারে শুঁকি

এই কুয়াশাতে উঁকি দিয়ে রাজী মিথ্যে নিতে

আসলে সত্যি বলে সত্যি কিছু নেই

এই শ্রাবণ নাম লেখাক গাছের পাতার দলে

(পাতার দলে)

এই শ্রাবণ মিশলো পুকুর ড্রেনের জলে

(ড্রেনের জলে)

এই শ্রাবণ বাক্সবন্দি কিছু ইচ্ছে আছে

(ইচ্ছে আছে)

এই শ্রাবণ স্যাঁতস্যাঁতে খুব আমার কাছে

অবাক যত্নে সামনে চলা ফুরিয়ে যাওয়ার ভয়

ভাবলেই কেন দুঃখ পাবো, দুঃখ আমার নয়

আমি কাঁটাতারে শুঁকি

এই কুয়াশাতে উঁকি দিয়ে রাজী মিথ্যে নিতে

আসলে সত্যি বলে সত্যি কিছু নেই

এই শ্রাবণ (এই শ্রাবণ)

এই শ্রাবণ (এই শ্রাবণ)

এই শ্রাবণ (এই শ্রাবণ)

এই শ্রাবণ (এই শ্রাবণ)

শ্রাবণ

এই শ্রাবণ

এই শ্রাবণ

এই শ্রাবণ

এই শ্রাবণ

Ei Srabon của Rupam Islam - Lời bài hát & Các bản Cover