menu-iconlogo
huatong
huatong
avatar

Ami chini go chini tomare ogo

Sagarhuatong
ち丹ム丹尺🔴🌏🌝🎸huatong
Lời Bài Hát
Bản Ghi
আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী

তুমি থাক সিন্ধুপারে,

ওগো বিদেশিনী

আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী

তুমি থাক সিন্ধুপারে,

ওগো বিদেশিনী

আমি চিনি গো চিনি তোমারে ওগো ||

SAGAR

তোমায় দেখেছি শারদপ্রাতে তোমায়

দেখেছি মাধবী রাতে তোমায়

দেখেছি...হৃদি-মাঝারে,

ওগো বিদেশিনী |

আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী ||

SAGAR

আমি আকাশে পাতিয়া কান,

শুনেছি শুনেছি তোমারি গান

আমি তোমারে সঁপেছি প্রাণ ওগো বিদেশিনী

আমি আকাশে পাতিয়া কান,

শুনেছি শুনেছি তোমারি গান

আমি তোমারে সঁপেছি প্রাণ ওগো বিদেশিনী|

ভুবন ভ্রমিয়া শেষে,

আমি এসেছি নূতন দেশে

আমি অতিথি তোমারি দ্বারে,

ওগো বিদেশিনী ||

আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী

তুমি থাক সিন্ধুপারে,

ওগো বিদেশিনী

আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী ||

Nhiều Hơn Từ Sagar

Xem tất cảlogo

Bạn Có Thể Thích