menu-iconlogo
huatong
huatong
avatar

এই অবেলায় Ei Obelay

Shironamhinhuatong
sdgrant2000huatong
Lời Bài Hát
Bản Ghi

এই অবেলায়, তোমারই আকাশে, নিরব আপোষে

ভেসে যায়

সেই ভীষন শীতল ভেজা চোখ

কখনো দেখাইনি তোমায়

কেউ কোথাও ভালো নেই যেন সেই

কতকাল আর হাতে হাত অবেলায়?

কতকাল আর ভুল অবসন্ন বিকেলে

ভেজা চোখ দেখাইনি তোমায়

সেই কবেকার ভায়োলিন, বেজে যায় কতদিন

প্রাণে চাপা ঢেউ, দেখেনি আর কেউ

কখনো অভিমান, অবাধ্য পিছুটান

জানিনা কি কষ্টে এই অবেলায়

তবুও নির্বাসন বাসর সাজিয়ে

ঠোঁটে চেপে ধরা থাক ভালোবাসায়।

Instrumental

ঘুণে খাওয়া মেঘে কালো

হয়ে যায় হৃদয় যখন

একা একা শুধু অকারণেই ঝরে বৃষ্টি এমন

আজও তাই, অবাক রঙে এঁকে যাই

সাদাকালো রঙ মাখা ফানুসের মুহুর্ত রাঙাই

ভীষণ কালো মেঘ, পুড়ে ছাই আবেগে আজও তাই

অবাক জোছনায় পোড়া চোখ তবুও সাজাই।

এই সন্ধ্যায়, দুচোখ সাগরে, বুকের পাঁজড়ে

ভেসে যায়

অবাক জোছনায় লুকিয়ে রেখেছি

ভেজা চোখ দেখাইনি তোমায়

এই অবেলায়, তোমারই আকাশে, নিরব আপোষে

ভেসে যায়

সেই ভীষন শীতল ভেজা চোখ

কখনো দেখাইনি তোমায়

কেউ কোথাও ভালো নেই যেন সেই

কতকাল আর হাতে হাত অবেলায়?

কতকাল আর ভুল অবসন্ন বিকেলে

ভেজা চোখ দেখাইনি তোমায়

Thanks.

Nhiều Hơn Từ Shironamhin

Xem tất cảlogo

Bạn Có Thể Thích

এই অবেলায় Ei Obelay của Shironamhin - Lời bài hát & Các bản Cover