menu-iconlogo
huatong
huatong
avatar

Hashimukh - হাসিমুখ

Shironamhinhuatong
ѕᴀ-ѕнᴀнᴇᴅ🎹вᴅ➐➊🇧🇩huatong
Lời Bài Hát
Bản Ghi
প্রতিটি রাস্তায় প্রতিটি জানালায়

হাসিমুখ, হাসিমুখে আনন্দধারা।

তুমি চেয়ে আছ তাই,

আমি পথে হেটে যাই

হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই

তুমি চেয়ে আছ তাই,

আমি পথে হেটে যাই

হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই।

.....Sarod instrumental......

রোদ উঠে গেছে তোমাদের নগরীতে

আলো এসে থেমে গেছে তোমাদের জানালায়

আনন্দ হাসিমুখ, চেনা চেনা সবখানে

এরই মাঝে চল মোরা হারিয়ে যাই।

তুমি চেয়ে আছ তাই,

আমি পথে হেটে যাই

হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই

তুমি চেয়ে আছ তাই,

আমি পথে হেটে যাই

হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই।

.....Solo.....

To support Artist/Band

Stop Downloading song

Stream Music/Buy CD

Use "Gaan App" & "Imagine Radio"

........

হারিয়ে যেতে চাই, তোমাদের রাস্তায়

হারিয়ে যেতে চাই, তোমাদের রাস্তায়

অনেক অজানা ভীড়ে স্বচ্ছ নিরবতায়

রোদ উঠে, গেছে চেনা এই নগরীতে,

নাগরিক জানালা

হাসিমুখে.... একাকার..........

........

আনন্দ উৎসব চেনাচেনা সবখানে

এরই মাঝে আমাদের ছুটে যাওয়া দরকার।

তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেটে যাই

হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই

তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেটে যাই

হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই..

"তুমি চেয়ে আছ তাই,

আমি পথে হেটে যাই

হেটে হেটে বহুদূর, বহুদূর"........

Nhiều Hơn Từ Shironamhin

Xem tất cảlogo

Bạn Có Thể Thích

Hashimukh - হাসিমুখ của Shironamhin - Lời bài hát & Các bản Cover