এমএমএস পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা
গীতিকার: জি কে দত্ত
সুরকার ও শিল্পী: সমরজিত রায়
আপলোড বাইঃ শুভ
অপেক্ষা করুন ...
ও রূপসী চাঁদ
রূপটাকে ঢাকো
অত ঝলমল করা
সত্যি ভালো নাকো
ও রূপসী চাঁদ
রূপটাকে ঢাকো
অত ঝলমল করা
সত্যি ভালো নাকো
ও রূপসী চাঁদ।।
মিউজিক ...
আপলোড বাইঃ শুভ
এমএমএস ফ্যামিলি (১৩৪১৬৮৮)
এত করে বলেছি তাও
মান নি বারণ
জানতে চাওনি তুমি
বলার কি কারণ
মিউজিক ...
এত করে বলেছি তাও
মান নি বারণ
জানতে চাওনি তুমি
বলার কি কারণ
বে হিসাবি ভালোবেসে
ভুল করো না গো
বে হিসাবি ভালোবেসে
ভুল করো না গো
ও রূপসী চাঁদ
রূপটাকে ঢাকো
অত ঝলমল করা
সত্যি ভালো নাকো
ও রূপসী চাঁদ।।
মিউজিক ...
আপলোড বাইঃ শুভ
এমএমএস ফ্যামিলি (১৩৪১৬৮৮)
অঘটন ঘটবে কেন
বুঝো না
মেঘের আড়াল রাখো
তোমার ঐ জোছনা
অঘটন ঘটবে কেন
বুঝো না
মেঘের আড়াল রাখো
তোমার ঐ জোছনা
মিউজিক ...
কেন ঐ রূপের নেশা
ছড়িয়ে …
কারো মন মাতাল করে
যাও তুমি এড়িয়ে
মিউজিক ...
কেন ঐ রূপের নেশা
ছড়িয়ে …
কারো মন মাতাল করে
যাও তুমি এড়িয়ে
জেনে শুনে কেন বলো
এত ছলনা গো
জেনে শুনে কেন বলো
এত ছলনা গো
ও রূপসী চাঁদ
রূপটাকে ঢাকো
অত ঝলমল করা
সত্যি ভালো নাকো
ও রূপসী চাঁদ
রূপটাকে ঢাকো
অত ঝলমল করা
সত্যি ভালো নাকো
ও রূপসী চাঁদ।।
ধন্যবাদ।