নজরুল সঙ্গীত
রাগঃ বাগেশ্রী
তালঃ কাহার্বা
কণ্ঠঃ অনুপ ঘোষাল
আপলোডঃ শুভ (এম.এম.এস পরিবার)
ছলছল নয়নে
মোর পানে চেয়ো না
ছলছল নয়নে
যাবে যাও
ও আঁখিতে জল ভরে যেও না
ছলছল নয়নে।।
মিউজিক...
থাকে ব্যথা থাক বুকে
যেও তুমি হাসি মুখে
থাকে ব্যথা থাক বুকে
যেও তুমি হাসি মুখে
--- --- ---
আমার চাঁদনী রাতি
ঘন মেঘে ছেয়ো না
ছলছল নয়নে
মোর পানে চেয়ো না
ছলছল নয়নে।।
মিউজিক...
রঙিন পেয়ালাতে
তব অশ্রু জল ঢালি
বিষাদ করো না
নেশার জীবন ভরা ব্যথা খালি।
ভুলিতে চাহি যে ব্যথা
এনো না সে কথা
ভুলিতে চাহি যে ব্যথা
এনো না সে কথা
--- --- ---
করুণ সুরে
বিদায় গীতি গেও না
ছলছল নয়নে
মোর পানে চেয়ো না
ছলছল নয়নে
যাবে যাও
ও আঁখিতে জল ভরে যেও না
ছলছল নয়নে
মোর পানে চেয়ো না।।
ধন্যবাদ।