নয়ন সরসী কেন ভরেছে জলে
গীতিকারঃ মুকুল দত্ত
সুরকার ও শিল্পীঃ কিশোর কুমার
আপলোডঃ শুভ (DTS Family)
নয়ন সরসী কেন
ভরেছে জলে
কত কি রয়েছে লেখা
কাজলে কাজলে
নয়ন সরসী কেন
ভরেছে জলে
কত কি রয়েছে লেখা
কাজলে কাজলে
নয়ন সরসী কেন।।
মিউজিক...
বেদনার কলি তুমি
দাও ভালবেসে বঁধু
বেদনার কলি তুমি
দাও ভালবেসে বঁধু
ফুল ফোঁটানোর ছলে
আমি ভরে দেব মধু
সারা মন কেন তুমি
চোঁখে সা...জালে
কত কি রয়েছে লেখা
কাজলে কাজলে
নয়ন সরসী কেন।।
মিউজিক...
জনম সফল হবে
বঁধুয়ার ঘরে আজ
শরমেরও আড়ালেতে
দেখা যাবে ফুলসাজ
নিশি রাতে বিরহেরও
... ... ...
নিশি রাতে বিরহেরও
বাঁশি ওরে কে বাজায়
ভালবেসে কেন বঁধু
আজ শুধু কেঁদে যায়
সেধে সেধে কেন তুমি
মরণও... নিলে
কত কি রয়েছে লেখা
কাজলে কাজলে
নয়ন সরসী কেন
ভরেছে জলে
কত কি রয়েছে লেখা
কাজলে কাজলে
নয়ন সরসী…
ধন্যবাদ।