menu-iconlogo
huatong
huatong
avatar

AMADER GOLPO GULO

UTTHAN GHATAKhuatong
❤️UTTHAN.GHATAK❤️❤️huatong
Lời Bài Hát
Bản Ghi
আমাদের গল্পগুলোঅল্প সময় ঘর পাতালো,

তারপর পথ হারালোতোমায় আমায় নিয়ে।

আগে যদি বুঝতো তারামনের নদীর তল পাবে না,

বেহায়া মুখ পোড়াতোঅন্য কোথাও গিয়ে।

আমাদের গল্পগুলোঅল্প সময় ঘর পাতালো,

তারপর পথ হারালোতোমায় আমায় নিয়ে।

আগে যদি বুঝতো তারামনের নদীর তল পাবে না,

বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে।

আমাদের গল্পগুলো ........

আমাদের গল্পগুলোএক লাফেতেই আকাশ ছোঁয়া,

আসমানী রং মাখতোজাদুর ছড়ি দিয়ে।

বোবা সব মুহূর্তদেরশুনতো কথা চুপটি করে,

বলে নাকি ঘর বানাবেরামধনুদের নিয়ে।

আমাদের গল্পগুলো .........

আমাদের গল্পগুলোরলাগাম ছাড়া স্বপ্ন ছিল

ভোরে তার চকচকেরোদ বৃষ্টি ছিল রাতে,

একখানা জাহাজ বাড়িসেখান থেকেই ঝর্ণা শুরু

কথা ছিল দুজন মিলেইস্বপ্ন দেখবো তাতে।.....

আমাদের ইচ্ছে ছিলহারিয়ে যাবো ইচ্ছে করেই,

নিজেদের মন ভাঙবোনিজেই নেব জুড়ে।

জীবনের নতুন বানানলিখবো দুজন আজীবনে,

প্রেমে রোজ শব্দ বসুকখামখেয়ালের সুরে।

আমাদের গল্পগুলো ..

আমাদের গল্প গুলোঅল্প সময় ঘর পাতালো,

তারপর HARIYE GELOতোমায় আমায় নিয়ে।

আগে যদি বুঝতো তারামনের নদীর তল পাবে না,

বেহায়া মুখ পোড়াতোঅন্য কোথাও গিয়ে,

বেহায়া মুখ পোড়াতোঅন্য কোথাও গিয়ে,

বেহায়া মুখ পোড়াতোঅন্য কোথাও গিয়ে।

Nhiều Hơn Từ UTTHAN GHATAK

Xem tất cảlogo

Bạn Có Thể Thích