menu-iconlogo
huatong
huatong
avatar

DARAO AMAR ANKHIRO AGE

UTTHAN GHATAKhuatong
🌀GHATAK_STAR•🎻SST🎻•huatong
Lời Bài Hát
Bản Ghi
দাঁড়াও আমার আঁখির আগে।দাঁড়াও আমার আঁখির আগে।

তোমার দৃষ্টি হৃদয়ে লাগে.........।।

দাঁড়াও আমার আঁখির আগে।দাঁড়াও আমার আঁখির আগে।

মীঊজীক

সমুখ-আকাশে চরাচরলোকে এই অপরূপ আকুল আলোকে(২)দাঁড়াও হে,

আমার পরান পলকে পলকে চোখে চোখে তব দরশ মাগে।।

দাঁড়াও আমার আঁখির আগে।দাঁড়াও আমার আঁখির আগে।

এই-যে ধরণী চেয়ে ব’সে আছে ইহার মাধুরী বাড়াও হে।

ধুলায় বিছানো শ্যাম অঞ্চলে দাঁড়াও হে নাথ, দাঁড়াও হে।

এই-যে ধরণী চেয়ে ব’সে আছে ইহার মাধুরী বাড়াও হে।

ধুলায় বিছানো শ্যাম অঞ্চলে দাঁড়াও হে নাথ, দাঁড়াও হে।

যাহা-কিছু আছে সকলই ঝাঁপিয়া,

ভুবন ছাপিয়া, জীবন ব্যাপিয়া

যাহা-কিছু আছে সকলই ঝাঁপিয়া,

ভুবন ছাপিয়া, জীবন ব্যাপিয়া দাঁড়াও হে।

দাঁড়াও যেখানে বিরহী এ হিয়া তোমারি লাগিয়া একেলা জাগে।।

দাঁড়াও আমার আঁখির আগে।দাঁড়াও আমার আঁখির আগে।

তোমার দৃষ্টি হৃদয়ে লাগে.........।।

দাঁড়াও আমার আঁখির আগে।দাঁড়াও আমার আঁখির আগে।

Nhiều Hơn Từ UTTHAN GHATAK

Xem tất cảlogo

Bạn Có Thể Thích