আমার দুঃখের কাহিনী শুনে কি হবে
তোমার সুখেরি গল্প বলো।
আমার দুঃখের কাহিনী শুনে কি হবে
তোমার সুখেরি গল্প বলো।
অল্প সময়ে আমাকে ভূলে,
ভাল আছো জেনে লাগলো ভাল।
আমার দুঃখের কাহিনী শুনে কি হবে
তোমার সুখেরি গল্প বলো
আমার কোন কষ্ট নেই,
কোন অভিসাব দেবনা তোমায়।
তুলবা না আর কোন অভিযোগ,
দুঃখ কেন দিয়েছো আমায়।
জিবন তোমার হোক আরো সুন্দর
হলাও না হয় আমি এলোমেলো।
আমার দুঃখের কাহিনী শুনে কি হবে
তোমার সুখেরি গল্প বলো
সুখেই থেকো স্বপ্ন নিয়ে,
আমার চাওয়া শুধু একটাই।
হৃদয় থেকে তোমাকে আমি।
শুভ কামনা স্বাগত জানাই।
আশার প্রদ্বিপ জালিয়ে রেখো,
আমার পৃথিবী থাক আঁধার কালো।
আমার দুঃখের কাহিনী শুনে কি হবে
তোমার সুখেরি গল্প বলো।
আমার দুঃখের কাহিনী শুনে কি হবে
তোমার সুখেরি গল্প বলো।
অল্প সময়ে আমাকে ভূলে,
ভাল আছো জেনে লাগলো ভাল।
আমার দুঃখের কাহিনী শুনে কি হবে
তোমার সুখেরি গল্প বলো।