সবাইকে জানাই
আন্তরিক অভিনন্দন ও ঈদ মোবারক।
(শিরোনাম)
হাজার কষ্টে ভরা মানুষের মন ,
শিল্পী: আসিফ আকবর।
আপলোড: মনির ইফতী ।
পরিকল্পনা:MohsinprodhanABS.
হাজার কষ্টে ভরা মানুষের মন
সব আশা কখনো হয় না পূরণ ।
হাজার কষ্টে ভরা মানুষের মন
সব আশা কখনো হয় না পূরণ।।
এইতো জীবন,এইতো জীবন,এইতো জীবন,
এইতো জীবন,এইতো জীবন,এইতো জীবন,
হাজার কষ্টে ভরা মানুষের মন
সব আশা কখনো হয় না পূরণ!
আপলোড: মনির ইফতী (M.E)
আসিফের চমৎকার গান পেতে সাথেই থাকুন।
স্বপনের পৃথিবীতে কেউ কারো নয়,
বার বার এই কথা ভূল হয়ে যায়,
ভেঙ্গে যায় চিরচেনা প্রিয় বন্ধন
হুম স্বপনের পৃথিবীতে কেউ কারো নয়,
বার বার এই কথা ভূল হয়ে যায়,
ভেঙ্গে যায় চিরচেনা প্রিয় বন্ধন,
এইতো জীবন,এইতো জীবন,এইতো জীবন,
এইতো জীবন,এইতো জীবন,এইতো জীবন,
হাজার কষ্টে ভরা মানুষের মন
সব আশা কখনো হয় না পূরণ
আপলোড মনির ইফতী
ভালবেসে যে জন সুখে বাঁধে ঘর ,
অবশেষে সেই তো হয়ে যায় পর,
বয়ে যায় শুধু বুকে স্মৃতির দহন।
হো ভালবেসে যে জন সুখে বাঁধে ঘর ,
অবশেষে সেই তো হয়ে যায় পর,
বয়ে যায় শুধু বুকে স্মৃতির দহন।।
এইতো জীবন,এইতো জীবন,এইতো জীবন,
এইতো জীবন,এইতো জীবন,এইতো জীবন,
হাজার কষ্টে ভরা মানুষের মন
সব আশা কখনো হয় না পূরণ ।
হাজার কষ্টে ভরা মানুষের মন
সব আশা কখনো হয় না পূরণ।।
এইতো জীবন,এইতো জীবন,এইতো জীবন,
এইতো জীবন,এইতো জীবন,এইতো জীবন,
এইতো জীবন,এইতো জীবন,এইতো জীবন,
(সবাইকে ধন্যবাদ)