menu-iconlogo
huatong
huatong
avatar

ছুইওনা ছুইওনা বন্ধু গো

Andrew Kishorhuatong
mrspazbohuatong
歌词
作品
মমতাজ এন্ড্রু কিশোর

ছুঁইওনা ছুঁইওনা বন্ধু গো

ও ও বন্ধু ছুঁইওনা মোর গায়

কাঞ্চা মনে আমার আগুন, লাইগা যাই

হাইরে কাঞ্চা মনে আমার আগুন, লাইগা যাই

বয়স তোমার ষোল আনা গো

ও ও সখি বলি যে তোমায়

এই বয়সে একা থাকা, বড় দায়

হাইরে এই বয়সে একা থাকা, বড় দায়

এমন কথা, কইলে বন্ধু গো

ও ও বন্ধু লাজে মরি হাই

মন মজিলে তখন হবে, কি উপায়

হাইরে মন মজিলে তখন হবে, কি উপায়

মনে মনে, মন মজিলে গো

ও ও সখি আছে তার উপায়

প্রেম যমুনায় সাতার দেবো, দুইজনায়

হাইরে প্রেম যমুনায় সাতার দেবো, দুইজনায়

যমুনার জল, ঘোলা কইরা গো

ও ও বন্ধু ফালাইয়া কাদায়

আমায় ছাইরা তুমি যাইবা, যে হেথায়

হাইরে আমায় ছাইরা তুমি যাইবা, যে হেথায়

মাথার কিরা, দিয়া সখি গো

ও ও সখি বলি যে তোমায়

ছাইড়া গেলে আমার মরন, যেন হয়

হাইরে ছাইড়া গেলে আমার মরন, যেন হয়

更多Andrew Kishor热歌

查看全部logo

猜你喜欢