menu-iconlogo
huatong
huatong
avatar

protidin vor hoy

Andrew Kishorhuatong
eckolugzhuatong
歌词
作品

প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে

শিশিরের ছোঁয়াতে'ই ফুল ফোটে

প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে

শিশিরের ছোঁয়াতে'ই ফুল ফোটে

তুমি অামি মুখোমুখি বসে দু'জন

এভাবে'ই কাটাবো সারাটা জীবন

তুমি অামি মুখোমুখি বসে দু'জন

এ ভাবে'ই কাটাবো সারাটা জীবন

হুম... প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে,

শিশিরের ছোঁয়াতে'ই ফুল ফোটে

এত দেখি তবু মন ভরেনা যেনো

জীবনের শুরুতে'ই অাসোনি কেন,

jibon

এত দেখি তবু মন ভরেনা যেনো

জীবনের শুরুতে'ই অাসোনি কেন,

স্বর্গের চেয়ে সুন্দর এ ভুবন,

এভাবে'ই কাটাবো সারাটা জীবন

স্বর্গের চেয়ে সুন্দর এ ভুবন

এভাবে'ই কাটাবো সারাটা জীবন

হুম... প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে,

শিশিরের ছোঁয়াতে'ই ফুল ফোটে

চোখে অাঁকি সারাক্ষণ তোমার'ই ছবি

হৃদয়ের তুলি দিয়ে রাঙানো সব'ই

চোখে অাঁকি সারাক্ষণ তোমার'ই ছবি

হৃদয়ের তুলি দিয়ে রাঙানো সব'ই

স্বপ্নের মত লাগে সব'ই এখন

এ ভাবে'ই কাটাবো সারাটা জীবন

স্বপ্নের মত লাগে সব'ই এখন

এ ভাবে'ই কাটাবো সারাটা জীবন

হো...প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে

শিশিরের ছোঁয়াতে'ই ফুল ফোটে

প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে

শিশিরের ছোঁয়াতে'ই ফুল ফোটে

তুমি অামি মুখোমুখি বসে দু'জন

এ ভাবে'ই কাটাবো সারাটা জীবন

তুমি অামি মুখোমুখি বসে দু'জন

এ ভাবে'ই কাটাবো সারাটা জীবন

প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে

শিশিরের ছোঁয়াতে'ই ফুল ফোটে

ধন্যবাদ

更多Andrew Kishor热歌

查看全部logo

猜你喜欢