menu-iconlogo
huatong
huatong
bay-of-bengal-je-shohore-ami-nei-cover-image

Je Shohore Ami Nei

Bay of Bengalhuatong
sparker48jhuatong
歌词
作品
এখানে নেই কোন উৎসব

আনন্দের অশ্রুধারা

নেই কোন পাখির কলরব

ফুলেরাও আজ সুবাস হারা

এখানে নেই কোন উৎসব

আনন্দের অশ্রুধারা

নেই কোন পাখির কলরব

ফুলেরাও আজ সুবাস হারা

তবুও আমার দুটি চোখ

অচিন কোন মায়াময়

নির্বাক এক পাখির ডানায়

অস্থির চেয়ে রয়

এখানে নেই কোন উৎসব

আনন্দের অশ্রুধারা

নেই কোন পাখির কলরব

ফুলেরাও আজ সুবাস হারা

তবুও আমার দুটি চোখ

অচিন কোন মায়াময়

নির্বাক এক পাখির ডানায়

অস্থির চেয়ে রয়

আমি জানি এই শহরে আর ফিরবে না

নতুন কোন ভালোবাসার আলো

রাতের রাজপথ

কষ্ট আর বেদনার নীলে

হবে আরো অধিক কালো

তবুও আমি আর ফিরবো না

তোমাদের মাঝে

যে শহরে আমি নেই

আমি থাকবোনা সে শহরে

তবুও আমি আর ফিরবো না

তোমাদের মাঝে

যে শহরে আমি নেই

আমি থাকবো না সে শহরে

হয়ত কোনোদিন

ভোরের আলো এসে

পড়বে তোমার কার্নিশে

খুঁজবে তুমিও

হঠাৎ হারিয়ে যাওয়া

পুরনো সেই মানুষটিকে

আমি জানি এই শহরে আর ফিরবে না

নতুন কোন ভালোবাসার আলো

রাতের রাজপথ

কষ্ট আর বেদনার নীলে

হবে আরো অধিক কালো

তবুও আমি আর ফিরবো না

তোমাদের মাঝে

যে শহরে আমি নেই

আমি থাকবো না সে শহরে

তবুও আমি আর ফিরবো না

তোমাদের মাঝে

যে শহরে আমি নেই

আমি থাকবো না সে শহরে

তবুও আমি আর ফিরবো না

তোমাদের মাঝে

যে শহরে আমি নেই

আমি থাকবো না সে শহরে

তবুও আমি আর ফিরবো না

তোমাদের মাঝে

যে শহরে আমি

আমি থাকবো না

更多Bay of Bengal热歌

查看全部logo

猜你喜欢