menu-iconlogo
huatong
huatong
bay-of-bengal-vebe-nio-achi-cover-image

Vebe Nio Achi

Bay of Bengalhuatong
srinyahuatong
歌词
作品
যখন তোমার মনে পরবে আমায়

হয়তোবা আমি দূরে বহুদূরে

যখন তোমার চোখে পরবে ধূলিকণা

দূর থেকে আমি দেব ছোট্ট একটা ফুঁ

ভেবে নিও আছি তোমার চাদরে

মিশে রঙিন নকশা হয়ে

ভেবে নিও আছি তোমার তেলরঙে

কিংবা কোমল তুলিতে

ঝড়ের রাতে বিজলির শব্দে

লুকিও না ভয়ে

দেখ জানালায় উড়ে বেড়াই

আমি চড়ুই হয়ে

চেয়ে দেখ তোমার বাগানের

সদ্য ফোটা ফুলে আছি মিশে

শুনে দেখ হেঁটে হেঁটে

আছি নূপুরের শব্দে

ভেবে নিও আছি তোমার চাদরে

মিশে রঙিন নকশা হয়ে

ভেবে নিও আছি তোমার তেলরঙে

কিংবা কোমল তুলিতে

ভেবে নিও আছি তোমার চাদরে

মিশে রঙিন নকশা হয়ে

ভেবে নিও আছি তোমার তেলরঙে

কিংবা কোমল তুলিতে

更多Bay of Bengal热歌

查看全部logo

猜你喜欢