menu-iconlogo
logo

Jacchi Chute Bohu Dure (Lofi)

logo
歌词
আমি কাব্য লিখি খুব গোপনে

সে কাব্যে আছে তোমার নাম

জানি দেখিনি তোমায় আজো

তবু করে রেখেছো মাতাল

তাহলে কি সব কিছুই মিথ্যে?

পাবো না কি তোমাকে খুঁজে?

প্রশ্ন করি তোমাকে আমি আজ

যাচ্ছি ছুটে বহুদূরে

যেন পৃথিবী ছেড়ে

জানে না কেউ, জানে না কেউ

আর বৃষ্টিতে ভিজে, নেচে

ভালোই আছি বেঁচে

বাড়ি নাও আমায়

প্রিয় বাড়িতে এখন

ভালো লাগে না যখন

Jacchi Chute Bohu Dure (Lofi) Mashuq Haque/Shitom Ahmed - 歌词和翻唱