Lyrics: পালকিতে বউ চলে যায়
Singer: Mita Chatterjee
RAHMAN RS
ও সোনা রেশমি জোছনায়
ঐ পালকিতে বউ চলে যায়, হায়রে
শরমে মন ভরে যায়
ঐ পালকিতে বউ চলে যায়, হায়রে
শরমে মন ভরে যায়
তাতা ধিন ধিনাক ধিনাক
জলে দীপ জোনাক জোনাক
তাতা ধিন ধিনাক ধিনাক
জলে দীপ জোনাক জোনাক
পালকিতে বউ চলে যায়, হায়রে
শরমে মন ভরে যায়
ঐ পালকিতে বউ চলে যায়, হায়রে
শরমে মন ভরে যায়
follow me
RAHMAN DJ
রাত মধুময়, চাঁদ জেগে রয়
পিয়ালের ফাঁকে
upload date 29 07 2020
আজ কুহু যে, সব ভুলে সে
ডাকেরে ডাকে
মিলনের সুরে সুরে
বাঁশি কে বাজায় দূরে
কি যাদু আমায় করে যায়, হায়রে
পালকিতে বউ চলে যায়, হায়রে
শরমে মন ভরে যায়
ঐ পালকিতে বউ চলে যায়, হায়রে
শরমে মন ভরে যায়
ধন্যবাদ