অভিমানী বৃষ্টি তুমি, ফিরে এসো না
অভিমানী বৃষ্টি তুমি, ফিরে এসো না
মান ভাঙাতে নূপুর দেব
ঝুমঝুমিয়ে নাচো না
ঝুমঝুমিয়ে নাচো না
নাচো না......
অভিমানী বৃষ্টি তুমি, ফিরে এসো না......
Instrumental
মৃদু হাওয়ায় ছুঁয়ে যাব
ভিজব তোমার সাথে
প্রেম প্লাবনে ভেসে যাব
যদি মান ভাঙে তাতে
মৃদু হাওয়ায় ছুঁয়ে যাব
ভিজব তোমার সাথে
প্রেম প্লাবনে ভেসে যাব
যদি মান ভাঙে তাতে
পুড়ে যাওয়া মন সে তো
প্রহর মানে না......
প্রহর মানে না......
প্রহর মানে না......
অভিমানী বৃষ্টি তুমি, ফিরে এসো না...
আ.........আ.........
মেঘ আকাশে মায়া দেব
স্বপ্ন যত ভালবাসায়
রঙ্ধনু রঙ হবো আমি
কাছে থাকার আশায়
মেঘ আকাশে মায়া দেব
স্বপ্ন যত ভালবাসায়
রঙ্ধনু রঙ হবো আমি
কাছে থাকার আশায়
মন খারাপের দিনে আর
দূরে থেকো না......
দূরে থেকো না......
দূরে থেকো না......
অভিমানী বৃষ্টি তুমি, ফিরে এসো না (অভিমানী বৃষ্টি তুমি)
অভিমানী বৃষ্টি তুমি, ফিরে এসো না (ফিরে তুমি এসো না)
মান ভাঙাতে নূপুর দেব
ঝুমঝুমিয়ে নাচো না
ঝুমঝুমিয়ে নাচো না
নাচো না
নাচো না
নাচো না...