menu-iconlogo
huatong
huatong
sabita-chowdhury-oi-ghum-ghum-ghumonto-cover-image

Oi Ghum Ghum Ghumonto

Sabita Chowdhuryhuatong
romajopehuatong
歌词
作品
ওই ঘুম ঘুম ঘুমন্ত ঘুম ঘুম পাহাড়ে

দূর দূর দিগন্তে পড়ে তার ছায়া রে

মোর মন আনমন জানি না কেন

কেন জানি না তা জানি না

ওই ঘুম ঘুম ঘুমন্ত ঘুম ঘুম পাহাড়ে

দূর দূর দিগন্তে পড়ে তার ছায়া রে

মোর মন আনমন জানি না কেন

কেন জানি না তা জানি না

আ হা হা। .....

কেন কেমন কেমন করে

যদি গগন মেঘে ভরে

কেন কেমন কেমন করে

যদি গগন মেঘে ভরে

আর যারে পাবনা এই মন তার তরে

যখন যখন আসে ফাগুন দারুণ

দুই নয়ন কেন ভরে।

আর ঝর ঝর দুরন্ত ঝড় যদি আসে রে

মোর মন অনন্ত শূণ্যেতে ভাসে রে

মনে হয় চাওয়া পাওয়া নয় কিছু নয়

কেন জানি না তা জানি না

ওই ঘুম ঘুম ঘুমন্ত ঘুম ঘুম পাহাড়ে

দূর দূর দিগন্তে পড়ে তার ছায়া রে

মোর মন আনমন জানি না কেন

কেন জানি না তা জানি না

আ হা হা। .....

কার চারণধ্বনি শুনি

বসে বসে যে কাল গুনি

কার চারণধ্বনি শুনি

বসে বসে যে কাল গুনি

কার যে চোখের চাওয়ায় স্বপ্নের জাল বুনি

দারুণ ঝড়ে মেঘে আমায় এমন

আসে কোন ফাল্গুনী

আর ফুল ফুল ফুলন্ত ফুল যদি ফোটে রে

ছল ছল ছলন্ত নদী যদি ছোটে রে

মোর মন বৈরাগী শিশুর মতন

কেন জানি না তা জানি না

ওই ঘুম ঘুম ঘুমন্ত ঘুম ঘুম পাহাড়ে

দূর দূর দিগন্তে পড়ে তার ছায়া রে

মোর মন আনমন জানি না কেন

কেন জানি না তা জানি না

আ হা হা। .....

আ হা হা। .....

更多Sabita Chowdhury热歌

查看全部logo

猜你喜欢