menu-iconlogo
logo

Dari Koma

logo
歌词

From Music's Super Voice

MSV

আমায় নিয়ে হাজার অভিযোগ

তোমার মনে জমা,

তোমায় ভালোবাসার জন্য

নেই কোনো দাড়ি কমা।

আমায় নিয়ে হাজার অভিযোগ

তোমার মনে জমা,

তোমায় ভালোবাসার জন্য

নেই কোনো দাড়ি কমা।

তোমার ভালো লাগায় আমি অপ্রিয়

আমি তোমায় ভালবাসি তবুও,

তোমার ভালো লাগায় আমি অপ্রিয়

আমি তোমায় ভালবাসি তবুও।

কত সময় বয়ে গেল, ঘড়ির কাঁটা ধরে

অপেক্ষা, বাড়ছে শুধু, হাজার মুখের ভিড়ে।

বাধা নেই, ভুলে যেতে পারো আমায়

আমি না থাকায় কি বা, আসে যায়,

তোমার ভালো লাগায় আমি অপ্রিয়

আমি তোমায় ভালবাসি তবুও।

তোমার ভালো লাগায় আমি অপ্রিয়

আমি তোমায় ভালবাসি তবুও।

From Music's Super Voice

MSV

জানি সবি ভুলে যাবে, আমিও হবো পুরনো

ধূলো জমা, তোমার স্মৃতি

যত্নে রাখি এখনো।

বাধা নেই, ভুলে যেতে পারো আমায়

আমি না থাকায়, কি বা আসে যায়,

তোমার ভালো লাগায় আমি অপ্রিয়

আমি তোমায় ভালবাসি তবুও।

তোমার ভালো লাগায় আমি অপ্রিয়

আমি তোমায় ভালবাসি তবুও।

Thanks

Dari Koma Shiekh Sadi - 歌词和翻唱