কি হলো!
কি হবে?
কিছু বলো!
শুনবে?
কি হলো!
কি হবে?
কিছু বলো!
শুনবে?
দেখা হলো কথা হলো প্রেমও হলো
দেখা হলো কথা হলো প্রেমও হলো
এখুনি বিয়ে করে বাড়ি চলো
কি হলো!
কি হবে?
কিছু বলো!
শুনবে?
হ্যাঁ, বাড়িতে এসে আগে কথা তো বলো
বাড়িতে এসে আগে কথা তো বলো
তারপরে বিয়ে করে ঘরে তোলো
কি হলো!
কি হবে?
কিছু বলো!
শুনবে? (হাই)
(সুর)
কতদিন কতরাত মনে মনে চেয়েছি
তাই তো তোমায় আজ এতো কাছে পেয়েছি
হো, কতদিন কতরাত মনে মনে চেয়েছি
তাই তো তোমায় আজ এতো কাছে পেয়েছি
হো, darling এতো দেরি আর ভালো লাগে না
মনটা পাগল তা বুঝেও তো বোঝ না
দেরি আমি করতে কি একটুও চাই
দেরি আমি করতে কি একটুও চাই
পারলে তোমার সাথে এখুনি যাই
কি হলো!
কি হবে?
কিছু বলো!
শুনবে? হাঁ
(সুর)
চুপিচুপি করে এই মেলামেশা আর নয়
এবারে জানুক লোকে আমাদের পরিচয়
হ্যাঁ, চুপিচুপি করে এই মেলামেশা আর নয়
এবারে জানুক লোকে আমাদের পরিচয়
তুমি কি ভাবো কেউ টের কিছু পায় না
দেওয়ালেরও কান আছে তা কি তুমি জানো না
কি বা আসে যায় বলো লোকের কথায়
কি বা আসে যায় বলো লোকের কথায়
মিয়া বিবি রাজি তো কাজী পালায়
কি হলো!
কি হবে?
কিছু বলো!
শুনবে?
দেখা হলো কথা হলো প্রেমও হলো
দেখা হলো কথা হলো প্রেমও হলো
এখুনি বিয়ে করে বাড়ি চলো
কি হলো!
কি হবে?
কিছু বলো!
শুনবে?
বাড়িতে এসে আগে কথা তো বলো
বাড়িতে এসে আগে কথা তো বলো
তারপরে বিয়ে করে ঘরে তোলো
কি হলো!