menu-iconlogo
huatong
huatong
avatar

ও সাথী সাথী রে

Badhon Modakhuatong
Shahriar-Islamhuatong
歌詞
作品
[M] ও সাথী, সাথী রে...

আমি চিনেছি তোমারে,

ও সাথী, সাথী রে...

আমি চিনেছি, তোমারে

যে ভালোবাসায় জীবন বাঁচে

সেই ভালোবাসা চাই তোমার কাছে

[F] ও সাথী সাথী রে...

আমি চিনেছি তোমারে,

যে ভালোবাসায় জীবন বাচেঁ

সেই ভালোবাসা চাই তোমার কাছে

[M] ও সাথী সাথী রে...

আমি চিনেছি তোমারে,

[M] রেখেছি তোমায় বুকের ভিতর

থাকবে সেখানে হাজার বছর

[F] জেনেছি তোমায় এতই আপন

ছুটবেনা কভু প্রানের বাঁধন

[M] স্বপ্নে খুঁজেছি আমি যারে

মনে হয় পেয়েছি আজ তারে

[F] ও সাথী সাথী রে...

আমি চিনেছি তোমারে,

[M] ও সাথী সাথী রে...

আমি চিনেছি তোমারে

[F] কখনো আমায় একা করে

বন্ধু যেওনা দূরে সরে

[M] যেখানে থাকি যতই দূরে

খুঁজলে আমাকে, পাবে ফিরে

[F] স্বর্গ দিয়েছো তুমি যারে

চিরদিন রবে তার অন্তরে

[M] ও সাথী সাথী রে...

আমি চিনেছি তোমারে,

[F] ও সাথী সাথী রে...

আমি চিনেছি তোমারে,

[M] যে ভালোবাসায় জীবন বাচেঁ

সেই ভালোবাসা চাই তোমার কাছে

[F] ও সাথী সাথী রে..

আমি চিনেছি তোমারে,

更多Badhon Modak熱歌

查看全部logo

猜你喜歡