চারপাশে শিল্প বিশাদের ভীর
সমালোচনার অপেক্ষায় অধীর
নতুনের জয়গানে অস্থির তারা
এগুবেই শিল্প তবু তাদের ছাড়া
শিল্পকে বেঁধে রাখা কি যায় বল?
নতুনকে স্বাগত জানাই সব চল
আমার কথা কি তুমি প্রলাপ ভাব?
সমালোচকের দলেই তুমি থাক
ভাল লাগা বা না লাগা বল
কিবা আসবে যাবে
আমাদের মাথার হাজার পোকাগুলো
তোমার মাথা খাবে
বলবে কি এসব মানায়না এই দেশে?
তুমি কি মেনেছ?
বলেবে এসব দেশকে দেবেনা কিছুই
তুমি কি দিয়েছ?
শিল্পকে বেঁধে রাখা কি যায় বল?
নতুনকে স্বাগত জানাই সব চল
আমার কথা কি তুমি প্রলাপ ভাব?
সমালোচকের দলেই তুমি থাক
শিল্পকে বেঁধে রাখা কি যায় বল?
নতুনকে স্বাগত জানাই সব চল
আমার কথা কি তুমি প্রলাপ ভাব?
সমালোচকের দলেই তুমি থাক