এখানে নেই কোন উৎসব
আনন্দের অশ্রুধারা
নেই কোন পাখির কলরব
ফুলেরাও আজ সুবাস হারা ।
Music
এখানে নেই কোন উৎসব
আনন্দের অশ্রুধারা
নেই কোন পাখির কলরব
ফুলেরাও আজ সুবাস হারা ।
তবুও আমার দুটি চোখ
অচিন কোন মায়াময়
নির্বাক এক পাখির ডানায়
অস্থির চেয়ে রয় ।
Music
এখানে নেই কোন উৎসব
আনন্দের অশ্রুধারা
নেই কোন পাখির কলরব
ফুলেরাও আজ সুবাস হারা ।
তবুও আমার দুটি চোখ
অচিন কোন মায়াময়
নির্বাক এক পাখির ডানায়
অস্থির চেয়ে রয় ।
আমি জানি এই শহরে আর ফিরবেনা
নতুন কোন ভালোবাসার আলো
রাতের রাজপথ কষ্ট
আর বেদনার নীলে
হবে আরও অধিক কালো
তবুও আমি আর ফিরবো না
তোমাদের মাঝে
যে শহরে আমি নেই
আমি থাকবোনা সেই শহরে
তবুও আমি আর ফিরবো না
তোমাদের মাঝে
যে শহরে আমি নেই
আমি থাকবোনা সেই শহরে ।
Music
হয়ত কোনদিন
ভোরের আলো এসে
পড়বে তোমার কার্নিশে
খোঁজবে তুমিও
হঠাৎ হারিয়ে যাওয়া
পুরনো সেই মানুষটিকে ।
আমি জানি এই শহরে আর ফিরবেনা
নতুন কোন ভালোবাসার আলো
রাতের রাজপথ কষ্ট
আর বেদনার নীলে
হবে আর অধিক কালো
তবুও আমি আর ফিরবো না
তোমাদের মাঝে
যে শহরে আমি নেই
আমি থাকবোনা সেই শহরে ।
তবুও আমি আর ফিরবো না
তোমাদের মাঝে
যে শহরে আমি নেই
আমি থাকবোনা সেই শহরে ।
Music
তবুও আমি আর ফিরবো না
তোমাদের মাঝে
যে শহরে আমি নেই
আমি থাকবোনা সেই শহরে ।
তবুও আমি আর ফিরবো না
তোমাদের মাঝে
যে শহরে আমি নেই
আমি থাকবোনা।